এবারও রমজান ও ঈদের কেনাকাটায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাকসেসরিজ কেনা, পছন্দের রেস্টুরেন্টে ইফতার ও সেহরি অর্ডার, গ্রোসারি কেনা, ই-টিকেটিং সহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে উপভোগ করা যাবে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো। সবগুলো অফারই উপভোগ করা যাবে এপ্রিল ১, ২০২৫ পর্যন্ত।
সুপারস্টোরে ৩০০ টাকা ডিসকাউন্ট : দজ২’ কুপন ব্যবহার করে মীনা বাজার, স্বপ্ন, ইউনিমার্ট, ডেইলি শপিং, আগোরা, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, আপন ফ্যামিলি মার্ট সহ আরও বেশ কিছু সুপারস্টোরে ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।
লাইফস্টাইল ব্র্যান্ড : দঅ১’ কুপন ব্যবহার করে ফুটওয়ার ব্র্যান্ড অ্যাপেক্স-এ কেনাকাটায় মিলবে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সারা লাইফস্টাইল-এ বিকাশ পেমেন্টে দঝ১’ কুপন ব্যবহার করে পাওয়া যাবে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি আড়ং, বাটা ও ইজি ফ্যাশন-এ বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া, আরও শতাধিক লাইফস্টাইল ব্র্যান্ডে দজ১’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
রেস্টুরেন্ট : নির্ধারিত ফুডকোর্ট ও রেস্টুরেন্টে বিকাশ পেমেন্টে দঋ৪’ কুপন ব্যবহার করে মিলবে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই ফুডকোর্ট ও রেস্টুরেন্টের তালিকায় আছে সিক্রেট রেসিপি, বিএফসি, বার্গার কিং, ডমিনোজ পিজ্জা, পেয়ালা, চিফস লাউঞ্জ ইত্যাদি। পাশাপাশি, দঈ৪’ কুপন ব্যবহার করে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে টেস্টি ট্রিট, শুমি’স হট কেক, কুপার’স, ওয়েল ফুড, কিভা হান, বাও, বারকোড ক্যাফে, মিঠাই, তাবাক, নর্থ এন্ড সহ আরও বেশকিছু রেস্টুরেন্ট ও ক্যাফেতে।
অনলাইন শপিং : ঈদের আগে ন্যূনতম ৫৫০ টাকার কেনাকাটায় অনলাইন মার্কেটপ্লেস দারাজে ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকার ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে। এদিকে, নির্দিষ্ট কিছু অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাশব্যাক পাওয়া যাবে ফ্যাব্রিলাইফ, এক্সট্যাসি, লোটো, ফ্রিল্যান্ড, বেশি দেশি, শেভার শপ বাংলাদেশ, বিডিশপ, সেবা.এক্সওয়য়াইজেড, পিকাবু, স্টারটেক, অথবা, গরুর ঘাস সহ আরও বেশ কিছু অনলাইন শপে।
ইলেকট্রনিকস : স্যামসাং-ইলেক্ট্রা, র্যাংগস ই-মার্ট, মিনিস্টার, স্টারটেক, রায়ানস, বেস্ট ইলেকট্রনিক্স, এস্কোয়ার ইলেকট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, সিঙ্গার, সনি র্যাংগস সহ আরও বেশ কিছু ইলেকট্রনিকস ব্র্যান্ডে যেকোনো পণ্য কেনাকাটায় বিকাশ পেমেন্টে কেনাকাটায় মিলবে সর্বোচ্চ ৪০০ টাকা ক্যাশব্যাক। এছাড়াও, ওয়ালটন প্লাজায় নূন্যতম ১০,০০০ টাকায় কেনাকাটায় দড১’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০০ টাকা ক্যাশব্যাক এবং পরবর্তী কেনাকাটার জন্য ১০০ টাকার ডিসকাউন্ট কুপন। এদিকে, অপ্পো ও শাওমি স্টোরে ১০,০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় মিলবে ২০০ টাকা ক্যাশব্যাক।
ই-টিকেটিং : গ্রাহকরা ঈদের ছুটির আগে বিকাশ পেমেন্টে নূন্যতম ১০০০ টাকার বাস টিকিট বুকিংয়ে পেতে পারেন ১০০ টাকা ক্যাশব্যাক। অফারটি উপভোগ করা যাবে ই-টিকেটিং প্ল্যাটফর্ম ‘যাত্রী’ এবং ‘বিডিটিকেটস’-এ। পাশাপাশি, শ্যামলী পরিবহন, দোয়েল এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং লন্ডন এক্সপ্রেসের বাস টিকেট বুকিংয়েও এই অফারটি উপভোগ করা যাবে।
শনিবার, ২২ মার্চ ২০২৫
এবারও রমজান ও ঈদের কেনাকাটায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাকসেসরিজ কেনা, পছন্দের রেস্টুরেন্টে ইফতার ও সেহরি অর্ডার, গ্রোসারি কেনা, ই-টিকেটিং সহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে উপভোগ করা যাবে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো। সবগুলো অফারই উপভোগ করা যাবে এপ্রিল ১, ২০২৫ পর্যন্ত।
সুপারস্টোরে ৩০০ টাকা ডিসকাউন্ট : দজ২’ কুপন ব্যবহার করে মীনা বাজার, স্বপ্ন, ইউনিমার্ট, ডেইলি শপিং, আগোরা, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, আপন ফ্যামিলি মার্ট সহ আরও বেশ কিছু সুপারস্টোরে ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।
লাইফস্টাইল ব্র্যান্ড : দঅ১’ কুপন ব্যবহার করে ফুটওয়ার ব্র্যান্ড অ্যাপেক্স-এ কেনাকাটায় মিলবে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সারা লাইফস্টাইল-এ বিকাশ পেমেন্টে দঝ১’ কুপন ব্যবহার করে পাওয়া যাবে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি আড়ং, বাটা ও ইজি ফ্যাশন-এ বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া, আরও শতাধিক লাইফস্টাইল ব্র্যান্ডে দজ১’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
রেস্টুরেন্ট : নির্ধারিত ফুডকোর্ট ও রেস্টুরেন্টে বিকাশ পেমেন্টে দঋ৪’ কুপন ব্যবহার করে মিলবে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই ফুডকোর্ট ও রেস্টুরেন্টের তালিকায় আছে সিক্রেট রেসিপি, বিএফসি, বার্গার কিং, ডমিনোজ পিজ্জা, পেয়ালা, চিফস লাউঞ্জ ইত্যাদি। পাশাপাশি, দঈ৪’ কুপন ব্যবহার করে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে টেস্টি ট্রিট, শুমি’স হট কেক, কুপার’স, ওয়েল ফুড, কিভা হান, বাও, বারকোড ক্যাফে, মিঠাই, তাবাক, নর্থ এন্ড সহ আরও বেশকিছু রেস্টুরেন্ট ও ক্যাফেতে।
অনলাইন শপিং : ঈদের আগে ন্যূনতম ৫৫০ টাকার কেনাকাটায় অনলাইন মার্কেটপ্লেস দারাজে ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকার ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে। এদিকে, নির্দিষ্ট কিছু অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাশব্যাক পাওয়া যাবে ফ্যাব্রিলাইফ, এক্সট্যাসি, লোটো, ফ্রিল্যান্ড, বেশি দেশি, শেভার শপ বাংলাদেশ, বিডিশপ, সেবা.এক্সওয়য়াইজেড, পিকাবু, স্টারটেক, অথবা, গরুর ঘাস সহ আরও বেশ কিছু অনলাইন শপে।
ইলেকট্রনিকস : স্যামসাং-ইলেক্ট্রা, র্যাংগস ই-মার্ট, মিনিস্টার, স্টারটেক, রায়ানস, বেস্ট ইলেকট্রনিক্স, এস্কোয়ার ইলেকট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, সিঙ্গার, সনি র্যাংগস সহ আরও বেশ কিছু ইলেকট্রনিকস ব্র্যান্ডে যেকোনো পণ্য কেনাকাটায় বিকাশ পেমেন্টে কেনাকাটায় মিলবে সর্বোচ্চ ৪০০ টাকা ক্যাশব্যাক। এছাড়াও, ওয়ালটন প্লাজায় নূন্যতম ১০,০০০ টাকায় কেনাকাটায় দড১’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০০ টাকা ক্যাশব্যাক এবং পরবর্তী কেনাকাটার জন্য ১০০ টাকার ডিসকাউন্ট কুপন। এদিকে, অপ্পো ও শাওমি স্টোরে ১০,০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় মিলবে ২০০ টাকা ক্যাশব্যাক।
ই-টিকেটিং : গ্রাহকরা ঈদের ছুটির আগে বিকাশ পেমেন্টে নূন্যতম ১০০০ টাকার বাস টিকিট বুকিংয়ে পেতে পারেন ১০০ টাকা ক্যাশব্যাক। অফারটি উপভোগ করা যাবে ই-টিকেটিং প্ল্যাটফর্ম ‘যাত্রী’ এবং ‘বিডিটিকেটস’-এ। পাশাপাশি, শ্যামলী পরিবহন, দোয়েল এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং লন্ডন এক্সপ্রেসের বাস টিকেট বুকিংয়েও এই অফারটি উপভোগ করা যাবে।