গতবছর বাজারে আসা ইনফিনিক্স হট৫০ সিরিজের হট৫০প্রো প্লাস ডিভাইসটি এখনো তরুণদের কাছে সমান জনপ্রিয়। বাজারে টিকে থাকতে হট ৫ প্রো+ এর আল্ট্রা-স্লিম থ্রিডি কার্ভড স্লিম-এজ ডিসপ্লে বিশেষ ভূমিকা রেখেছে। ইনফিনিক্সের টিটান উইং আর্কিটেকচার ব্যবহার করে তৈরি এই ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়, যা দেখতে চমৎকার এবং ওজনেও বেশ হালকা। হট ৫০ প্রো প্লাসে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর এবং ১৬ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম রয়েছে। ফলে, গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং- সবকিছু করা যাবে সহজে। এর টিটান আর্মর প্রোটেকশন এবং আইপি৫৪ রেটিং ফোনটিকে ডাস্ট এবং স্প্ল্যাশ প্রতিরোধী করে তোলে। ওয়েট ও গ্রেসি টাচ প্রিসিশান ফিচারটি ভেজা বা তেলযুক্ত হাতে স্মুথ টাচের অভিজ্ঞতা প্রদান করে।
ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্টচার্জ প্রযুক্তি রয়েছে। বায়পাস চার্জিং এবং ওভারনাইট চার্জিং প্রটেকশন প্রযুক্তি ব্যাটারি হেলথ রক্ষা করে, ফলে দীর্ঘ সময় ধরে ফোনটি সর্বোচ্চ পারফরম্যান্স দিতে সক্ষম। ইনফিনিক্স হট ৫০প্রো প্লাস বর্তমানে ২৩,৯৯৯ টাকায় টাইটেনিয়াম গ্রে, ড্রিমি পার্পল, এবং স্লিক ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
আন্তর্জাতিক: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি