বর্তমান বাজারে ৩০ হাজার টাকার মধ্যে বেশকিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে। ক্রেতাদের সুবিধার্থে এমন ৫টি স্মার্টফোন বিষয়ে এখানে আলোচনা করা হলো।
টেকনো ক্যামন ৩০এস: ক্যামন ৩০এস ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, আইএমএক্স৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। এতে আছে হেলিও জি১০০ প্রসেসর। এই ফোনে আরও রয়েছে ২৫৬ জিবি রম, ৮ জিবি র্যাম, আইপি৫৪ পানি ও ধুলো প্রতিরোধী ফিচার, ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট উজ্জ্বলতা (ব্রাইটনেস)। চোখের সুরক্ষার জন্য এই ফোনে রয়েছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন, যা ব্যবহারকারীদের কোনও ক্ষতি ছাড়াই নিরাপদে স্ক্রিন টাইম উপভোগ করতে সহায়ক ভূমিকা রাখবে। এই ফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার, এআই স্কেচ এবং এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশকিছু উন্নত এআই ফিচার রয়েছে। আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার। ডিভাইসটি পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯/- টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
রেডমি নোট ১৪: এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হেলিও জি৯৯-আল্ট্রা প্রসেসর। ডিভাইসটির এআই ইরেজ ও এআই স্কাই এর মতো বেশ কিছু ফিচার খারাপ আবহাওয়াতেও নিখুঁত ছবি তুলতে সাহায্য করবে। ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট টার্বো চার্জিং সম্পন্ন এই ডিভাইসটি ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ২৬,৯৯৯ টাকায়। রিয়েলমি ১২: রিয়েলমি ১২ ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশরেট সহ অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে এআই বুস্ট প্রযুক্তি, এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ, এআই ডুয়াল লাইট সেন্সর এবং এআই স্মার্ট চার্জিং সহ বেশ কিছু এআই ফিচার রয়েছে। ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়।
টেকনো ক্যামন ৩০: এআই-সমর্থিত ক্যামেরা ফিচারের পাশাপাশি এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৭০ ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা সম্পন্ন ডিভাইসটিতে আরও রয়েছে ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেটআপ (ট্রিপল এআই ক্যামেরা)। এর ২৫৬ জিবি রম + ৮ জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য ২২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ইনফিনিক্স নোট ৪০এস: ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট অক্টা-কোর ২.২ গিগাহার্জ প্রসেসর সমর্থিত এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ম্যাক্রো রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে আরও রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্টচার্জ ২.০। ডিভাইসটির ৮ + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটির দাম ২৬,৯৯৯ টাকা।
শনিবার, ২৯ মার্চ ২০২৫
বর্তমান বাজারে ৩০ হাজার টাকার মধ্যে বেশকিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে। ক্রেতাদের সুবিধার্থে এমন ৫টি স্মার্টফোন বিষয়ে এখানে আলোচনা করা হলো।
টেকনো ক্যামন ৩০এস: ক্যামন ৩০এস ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, আইএমএক্স৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। এতে আছে হেলিও জি১০০ প্রসেসর। এই ফোনে আরও রয়েছে ২৫৬ জিবি রম, ৮ জিবি র্যাম, আইপি৫৪ পানি ও ধুলো প্রতিরোধী ফিচার, ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট উজ্জ্বলতা (ব্রাইটনেস)। চোখের সুরক্ষার জন্য এই ফোনে রয়েছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন, যা ব্যবহারকারীদের কোনও ক্ষতি ছাড়াই নিরাপদে স্ক্রিন টাইম উপভোগ করতে সহায়ক ভূমিকা রাখবে। এই ফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার, এআই স্কেচ এবং এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশকিছু উন্নত এআই ফিচার রয়েছে। আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার। ডিভাইসটি পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯/- টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
রেডমি নোট ১৪: এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হেলিও জি৯৯-আল্ট্রা প্রসেসর। ডিভাইসটির এআই ইরেজ ও এআই স্কাই এর মতো বেশ কিছু ফিচার খারাপ আবহাওয়াতেও নিখুঁত ছবি তুলতে সাহায্য করবে। ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট টার্বো চার্জিং সম্পন্ন এই ডিভাইসটি ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ২৬,৯৯৯ টাকায়। রিয়েলমি ১২: রিয়েলমি ১২ ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশরেট সহ অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে এআই বুস্ট প্রযুক্তি, এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ, এআই ডুয়াল লাইট সেন্সর এবং এআই স্মার্ট চার্জিং সহ বেশ কিছু এআই ফিচার রয়েছে। ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়।
টেকনো ক্যামন ৩০: এআই-সমর্থিত ক্যামেরা ফিচারের পাশাপাশি এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৭০ ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা সম্পন্ন ডিভাইসটিতে আরও রয়েছে ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেটআপ (ট্রিপল এআই ক্যামেরা)। এর ২৫৬ জিবি রম + ৮ জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য ২২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ইনফিনিক্স নোট ৪০এস: ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট অক্টা-কোর ২.২ গিগাহার্জ প্রসেসর সমর্থিত এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ম্যাক্রো রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে আরও রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্টচার্জ ২.০। ডিভাইসটির ৮ + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটির দাম ২৬,৯৯৯ টাকা।