image

মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন ও লোটোর আকর্ষণীয় অফার

বুধবার, ০২ এপ্রিল ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) সাথে যৌথ উদ্যোগে একটি কাস্টমার রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। ডিজিটাল সুবিধার পাশাপাশি কেনাকাটায় এমন অফার চালু করেছে অপারেটরটি। এর আওতায় মাই জিপি অ্যাপের মাধ্যমে ডাটা ও কম্বো প্যাক কিনে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

মাইজিপি অ্যাপের মাধ্যমে ২শ’ টাকা বা এর বেশি মূল্যের ডাটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫শ’ টাকার একটি লোটো ভাউচার পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। যেকোন লোটো ফ্ল্যাগশিপ আউটলেটে ২ হাজার ৫শ’ বা এর বেশি টাকার কেনাকাটা করলে এই ভাউচার দিয়ে ৫শ’ টাকা ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার জন্য মাইজিপি অ্যাপ’র নোটিফিকেশন আইকনে সংরক্ষিত থাকবে রিওয়ার্ডটি।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি