প্রযুক্তি ব্র্যান্ড ভিভোর নতুন ফোন ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু হয়েছে। আল্ট্রা স্লিম ডিজাইন, শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, টেকসই গঠন আর প্রফেশনাল ক্যামেরা- সব মিলিয়ে স্মার্টফোন জগতে এক নতুন স্ট্যান্ডার্ড তৈরি করছে ভিভো।
ডিভাইসটিতে আছে ৬৫০০ এমএএইচ এর শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জিং এবং রিভার্স চার্জিংয়ের সুবিধা। ৭.৭৯ মিমি পুরুত্বের ফোনটির ওজন ১৯৬ গ্রাম। টাইটেনিয়াম গোল্ড এবং ফ্যান্টম ব্ল্যাক এই দুটি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি। ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে এবং পাঞ্চ হোল ডিজাইনের কারণে ফোনটি দেখতে সুন্দর দেখায়। হাই গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটিতে রয়েছে সরু বেজেল। চোখের সুরক্ষা দিতে এতে আছে এসজিএস লো লাইট সার্টিফিকেশন আর ব্লু লাইট ফিল্টার। আল্ট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ আছে ১২০ হার্জ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৮৫। এতে আছে মিলিটারি-গ্রেড সুরক্ষা আর ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যা ফোনটিকে করে আরও টেকসই। ধুলোবালি ও পানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে রয়েছে আইপি৬৫ সার্টিফিকেশন। ভিভো ভি৫০ লাইটে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ সেন্সর ও অরা লাইট এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি প্রি-অর্ডার করলে পেয়ে যাবেন ৩,৫০০ টাকা মূল্যের একটি গিফট প্যাক, যেখানে থাকছে রিরো এল১৮ টিডব্লিউএস, রিরো প্রিমিয়াম গ্লাস এবং একটি পোস্টকার্ড। প্রি-অর্ডারকারী গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১৮০ দিনের জন্য ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা।
নতুন এ ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে- ৮ জিবি+৮ জিবি এক্সটেন্ডেড র্যাম সহ ১২৮ জিবি স্টোরেজের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা। ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা অথরাইজড শপে স্মার্টফোনটির প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা।
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
প্রযুক্তি ব্র্যান্ড ভিভোর নতুন ফোন ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু হয়েছে। আল্ট্রা স্লিম ডিজাইন, শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, টেকসই গঠন আর প্রফেশনাল ক্যামেরা- সব মিলিয়ে স্মার্টফোন জগতে এক নতুন স্ট্যান্ডার্ড তৈরি করছে ভিভো।
ডিভাইসটিতে আছে ৬৫০০ এমএএইচ এর শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জিং এবং রিভার্স চার্জিংয়ের সুবিধা। ৭.৭৯ মিমি পুরুত্বের ফোনটির ওজন ১৯৬ গ্রাম। টাইটেনিয়াম গোল্ড এবং ফ্যান্টম ব্ল্যাক এই দুটি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি। ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে এবং পাঞ্চ হোল ডিজাইনের কারণে ফোনটি দেখতে সুন্দর দেখায়। হাই গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটিতে রয়েছে সরু বেজেল। চোখের সুরক্ষা দিতে এতে আছে এসজিএস লো লাইট সার্টিফিকেশন আর ব্লু লাইট ফিল্টার। আল্ট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ আছে ১২০ হার্জ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৮৫। এতে আছে মিলিটারি-গ্রেড সুরক্ষা আর ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যা ফোনটিকে করে আরও টেকসই। ধুলোবালি ও পানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে রয়েছে আইপি৬৫ সার্টিফিকেশন। ভিভো ভি৫০ লাইটে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ সেন্সর ও অরা লাইট এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি প্রি-অর্ডার করলে পেয়ে যাবেন ৩,৫০০ টাকা মূল্যের একটি গিফট প্যাক, যেখানে থাকছে রিরো এল১৮ টিডব্লিউএস, রিরো প্রিমিয়াম গ্লাস এবং একটি পোস্টকার্ড। প্রি-অর্ডারকারী গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১৮০ দিনের জন্য ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা।
নতুন এ ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে- ৮ জিবি+৮ জিবি এক্সটেন্ডেড র্যাম সহ ১২৮ জিবি স্টোরেজের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা। ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা অথরাইজড শপে স্মার্টফোনটির প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা।