২৬-২৮ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডাব্লিউআরও) আন্তর্জাতিক ফাইনাল ২০২৫-এ যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় রোবট অলিম্পিয়াড দল। এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৯০টি দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বাংলাদেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত বাংলাদেশ দল রোবোমিশন, ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস এই চারটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ।
এবারের বাংলাদেশ দলের সদস্যরা হলো, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরির সিনিয়র গ্রুপের টিম লেইজিগো এর দলনেতা আবু নাফিস মোহাম্মদ নূর রোহান (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), সদস্য রাকিবুল ইসলাম রাকিব (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ) ও ইকবাল সামিন পৃথুল (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস)। একই ক্যাটাগরির আরেক দল ইকো ড্রিফট এর দলনেতা নুরুল ইসলাম (ইউনিভার্সিটি অফ স্কলার্স), সদস্য মোঃ সালেহ সাদিক তানিম (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও মাজেদুল ইসলাম নাইম (লিডিং ইউনিভার্সিটি)।
ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপের (সাইবার স্কোয়াড) কোচ তায়েফ মাহমুদ উদয় (ইউনিভার্সিটি অফ স্কলার্স), দলনেতা আফিয়া হুমায়রা (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ) ও সদস্য হুমায়রা আফিয়া (ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল)। সিনিয়র গ্রুপের (টিম ইনক্রেভো) দলনেতা নাফিস ইশতিয়াক তৌফিক অন্তু, সদস্য মোঃ আব্দুল্লাহ আল মিজান ও মোঃ সাজ্জাদ আল ফুয়াদ (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর)। একই ক্যাটাগরির সিনিয়র গ্রুপের আরেক দল (সোরাল্যাবস) এর কোচ সুদীপ্ত মন্ডল (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট), দলনেতা ফাতিন আল হাবিব নাফিস (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল) ও সদস্য ফাতেমা হারুন (হলিক্রস কলেজ)। রোবোস্পোর্টস ক্যাটাগরি থেকে একটি দল যোগ দিচ্ছে জুনিয়র গ্রুপের ফিউশনবোটিক্স। এর দলনেতা মেহতাজ উদ্দিন আহমেদ (বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ) ও সদস্য মুয়াজ ইবনে বাশার (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)। রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপের (টিম এক্স-ফ্যানাটিক) দলনেতা মাহির তাজওয়ার চৌধুরী (মির্জাপুর ক্যাডেট কলেজ), সদস্য আমিন আনোয়ার আইমান (ঝিনাইদহ ক্যাডেট কলেজ) ও মুয়াম্মার দাইয়ান অরিত্র (রাজউক উত্তরা মডেল কলেজ)। জুনিয়র গ্রুপে (নেক্সোরা) দলনেতা আফিফা জাফরীন, সদস্য ইশরাত জাহান মীম ও মরিয়ম হোসেন ন্যান্সি (রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী)। এলিমেন্টারি গ্রুপে (ডমিনাস) দলনেতা রুওয়াইজা আমিরা সুলতান (প্লে-পেন) ও ইউসুফ আব্দুল্লাহ বিন আলম (লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল)।
বাংলাদেশ দলের দলনেতা হিসেবে আছেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের সভাপতি মুনির হাসান। সহকারী দলনেতা হিসেবে আছেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের কো-অর্ডিনেটর মাহেরুল আজম কোরেশী। বিচারক হিসেবে যাচ্ছেন আরিফুল হাসান, শিহাব সারার আহমেদ ও রেদওয়ান ফেরদৌস এবং সাপোর্টার হিসেবে দলের সাথে যাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থির অভিভাবক।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
২৬-২৮ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডাব্লিউআরও) আন্তর্জাতিক ফাইনাল ২০২৫-এ যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় রোবট অলিম্পিয়াড দল। এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৯০টি দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বাংলাদেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত বাংলাদেশ দল রোবোমিশন, ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস এই চারটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ।
এবারের বাংলাদেশ দলের সদস্যরা হলো, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরির সিনিয়র গ্রুপের টিম লেইজিগো এর দলনেতা আবু নাফিস মোহাম্মদ নূর রোহান (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), সদস্য রাকিবুল ইসলাম রাকিব (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ) ও ইকবাল সামিন পৃথুল (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস)। একই ক্যাটাগরির আরেক দল ইকো ড্রিফট এর দলনেতা নুরুল ইসলাম (ইউনিভার্সিটি অফ স্কলার্স), সদস্য মোঃ সালেহ সাদিক তানিম (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও মাজেদুল ইসলাম নাইম (লিডিং ইউনিভার্সিটি)।
ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপের (সাইবার স্কোয়াড) কোচ তায়েফ মাহমুদ উদয় (ইউনিভার্সিটি অফ স্কলার্স), দলনেতা আফিয়া হুমায়রা (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ) ও সদস্য হুমায়রা আফিয়া (ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল)। সিনিয়র গ্রুপের (টিম ইনক্রেভো) দলনেতা নাফিস ইশতিয়াক তৌফিক অন্তু, সদস্য মোঃ আব্দুল্লাহ আল মিজান ও মোঃ সাজ্জাদ আল ফুয়াদ (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর)। একই ক্যাটাগরির সিনিয়র গ্রুপের আরেক দল (সোরাল্যাবস) এর কোচ সুদীপ্ত মন্ডল (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট), দলনেতা ফাতিন আল হাবিব নাফিস (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল) ও সদস্য ফাতেমা হারুন (হলিক্রস কলেজ)। রোবোস্পোর্টস ক্যাটাগরি থেকে একটি দল যোগ দিচ্ছে জুনিয়র গ্রুপের ফিউশনবোটিক্স। এর দলনেতা মেহতাজ উদ্দিন আহমেদ (বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ) ও সদস্য মুয়াজ ইবনে বাশার (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)। রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপের (টিম এক্স-ফ্যানাটিক) দলনেতা মাহির তাজওয়ার চৌধুরী (মির্জাপুর ক্যাডেট কলেজ), সদস্য আমিন আনোয়ার আইমান (ঝিনাইদহ ক্যাডেট কলেজ) ও মুয়াম্মার দাইয়ান অরিত্র (রাজউক উত্তরা মডেল কলেজ)। জুনিয়র গ্রুপে (নেক্সোরা) দলনেতা আফিফা জাফরীন, সদস্য ইশরাত জাহান মীম ও মরিয়ম হোসেন ন্যান্সি (রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী)। এলিমেন্টারি গ্রুপে (ডমিনাস) দলনেতা রুওয়াইজা আমিরা সুলতান (প্লে-পেন) ও ইউসুফ আব্দুল্লাহ বিন আলম (লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল)।
বাংলাদেশ দলের দলনেতা হিসেবে আছেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের সভাপতি মুনির হাসান। সহকারী দলনেতা হিসেবে আছেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের কো-অর্ডিনেটর মাহেরুল আজম কোরেশী। বিচারক হিসেবে যাচ্ছেন আরিফুল হাসান, শিহাব সারার আহমেদ ও রেদওয়ান ফেরদৌস এবং সাপোর্টার হিসেবে দলের সাথে যাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থির অভিভাবক।