শেষ হলো সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডাব্লিউআরও) ফাইনাল ২০২৫। এতে অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৯৫টি দেশের ৫৯৫টি দল। বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ৯টি দলের ২৩ জন প্রতিনিধি। গত ২৬-২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনাবের স্যান্ড এক্সপো-তে রোবটিক্স ও প্রযুক্তির এই বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বিশ্বমঞ্চে বাংলাদেশ ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস, রোবো স্পোর্টস এবং রোবো মিশন এই চারটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
ফলাফলে দেখা যায়, ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে বিশ্বের ৬৫টি দলের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশের টিম লেজি গো এবং ২৯তম স্থান অর্জন করেছে ইকো ড্রিফট। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে বিশ্বের ৭৩টি দলের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে সোরাল্যাবস এবং ১৩ তম স্থান অর্জন করেছে টিম ইনক্রেভো। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে ৬০টি দলের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে সাইবার স্কোয়াড। রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ৫৬টি দলের মধ্যে বাংলাদেশের দল ফিউশনবোটিক্স গ্রুপ পর্বে ৪র্থ স্থান অর্জন করে। রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপের ৯৮টি দলের মধ্যে টিম এক্স-ফ্যানাটিক ৭৭ তম, জুনিয়র গ্রুপের ১১৩টি দলের মধ্যে নেক্সোরা ৯৯তম এবং এলিমেন্টারি গ্রুপের ৯৮টি দলের মধ্যে ডমিনাস ৯৪তম স্থান অর্জন করেছে।
এর আগে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দল গঠনের জন্য এই অলিম্পিয়াডের আঞ্চলিক ও জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে নির্বাচিত নয়টি দলের ২৩ জন তরুণ সদস্যকে আন্তর্জাতিক ফাইনালের জন্য প্রায় এক মাস প্রস্তুতি ক্যাম্প করানো হয়। এ বছরের পুরো আয়োজনের সহযোগী হিসেবে ছিল ক্রিয়েটিভ আইটি এবং ব্রেইন স্টেশন ২৩।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শেষ হলো সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডাব্লিউআরও) ফাইনাল ২০২৫। এতে অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৯৫টি দেশের ৫৯৫টি দল। বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ৯টি দলের ২৩ জন প্রতিনিধি। গত ২৬-২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনাবের স্যান্ড এক্সপো-তে রোবটিক্স ও প্রযুক্তির এই বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বিশ্বমঞ্চে বাংলাদেশ ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস, রোবো স্পোর্টস এবং রোবো মিশন এই চারটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
ফলাফলে দেখা যায়, ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে বিশ্বের ৬৫টি দলের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশের টিম লেজি গো এবং ২৯তম স্থান অর্জন করেছে ইকো ড্রিফট। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে বিশ্বের ৭৩টি দলের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে সোরাল্যাবস এবং ১৩ তম স্থান অর্জন করেছে টিম ইনক্রেভো। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে ৬০টি দলের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে সাইবার স্কোয়াড। রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ৫৬টি দলের মধ্যে বাংলাদেশের দল ফিউশনবোটিক্স গ্রুপ পর্বে ৪র্থ স্থান অর্জন করে। রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপের ৯৮টি দলের মধ্যে টিম এক্স-ফ্যানাটিক ৭৭ তম, জুনিয়র গ্রুপের ১১৩টি দলের মধ্যে নেক্সোরা ৯৯তম এবং এলিমেন্টারি গ্রুপের ৯৮টি দলের মধ্যে ডমিনাস ৯৪তম স্থান অর্জন করেছে।
এর আগে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দল গঠনের জন্য এই অলিম্পিয়াডের আঞ্চলিক ও জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে নির্বাচিত নয়টি দলের ২৩ জন তরুণ সদস্যকে আন্তর্জাতিক ফাইনালের জন্য প্রায় এক মাস প্রস্তুতি ক্যাম্প করানো হয়। এ বছরের পুরো আয়োজনের সহযোগী হিসেবে ছিল ক্রিয়েটিভ আইটি এবং ব্রেইন স্টেশন ২৩।