এখন এনএফসি (নেয়ার ফিল্ড কমিউনিকেশন) এনাবেল্ড কিউআর-এ ট্যাপ করে পেমেন্ট করা যাচ্ছে বিকাশে। এই নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকরা এখন কোনো পিন নাম্বার ছাড়াই এক ট্যাপে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন, যা তাদের ক্যাশলেস পেমেন্টের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
বিকাশের মাধ্যমে এনএফসি পেমেন্ট করতে হলে গ্রাহককে এনএফসি চিহ্নিত কিউআর কোডে মোবাইল ট্যাপ করতে হবে। এরপর লগইন করলে সরাসরি পেমেন্ট স্ক্রিনে নিয়ে যাবে। এখানে টাকার পরিমাণ বসিয়ে নিশ্চিত করলেই পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। ফলে পিন ভুলে যাওয়া কিংবা বেহাত হওয়ার বিড়ম্বনা যেমন থাকবে না, তেমনি বাড়বে বিকাশ অ্যাপের নিরাপত্তা। উল্লেখ্য, ১ হাজার টাকা পর্যন্ত পিন ছাড়াই এনএফসি পেমেন্ট করা যাচ্ছে। এই এনএফসি পেমেন্ট সেবাটি সারাদেশের বিকাশ মার্চেন্ট পয়েন্টগুলোতে বিস্তৃত করা হবে।