বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা টিসিএল গ্লোবাল মার্কেটিং কোম্পানি লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। প্রযুক্তি খাতে অগ্রসরমুখী প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ টিসিএলের অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন, বিতরণ ও স্থানীয় উৎপাদনের দায়িত্ব পালন করবে।
গত ৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেল অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠোনে টিসিএল এর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে স্থানীয়ভাবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ একাধিক স্মার্ট গৃহস্থালি পণ্য উৎপাদন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কাননসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা, টিসিএল প্রতিনিধি, বিভিন্ন কর্পোরেট পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
টিসিএল এর রিজিওনাল সেলস ডিরেক্টর (টিসিএল গ্লোবাল) মিস ক্যারল বলেন, বাংলাদেশ মার্কেটে আমরা অফিসিয়ালি আসতে পেরে আনন্দিত। আমরা আশা করি এ দেশের মানুষ ডিএক্স গ্রুপের মাধ্যমে বাজারে আসা টিসিএল পণ্য ব্যবহার করে ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবে।
ডিএক্স গ্রুপের সিইও দেওয়ান কানন বলেন, বাংলাদেশ এখন প্রযুক্তি পণ্যের দ্রুত বর্ধনশীল বাজার। টিসিএলের মতো একটি বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে দেশের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে পারা আমাদের জন্য গর্বের। স্থানীয় উৎপাদনের মাধ্যমে আমরা শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবো এবং কর্মসংস্থানসহ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিসিএলের সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার জেনসন ওয়াং এবং ফ্র্যাংক ঝুআং। টিসিএল প্রতিনিধিরা জানান, বাংলাদেশ তাদের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় বাজার। স্থানীয় উৎপাদন কাঠামো গড়ে তুলতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে, যা ভোক্তাদের জন্য পণ্য বৈচিত্র্য, মান এবং মূল্য সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত চীনের এই বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে।
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না