image

ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসসি) ইনোভেশন হাব (আইহাব) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রজেক্টের উদ্যোগে স্টার্টআপ উন্নয়ন এবং একটি টেকসই উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আইসিটি বিভাগে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউআইটিএস এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং আইডিয়া প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব) মুর্তুজা জুলকার নাঈন নোমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসচিব ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান, আইডিয়া প্রজেক্টের অপারেশনস টিম লিড সিদ্ধার্থ গোস্বামী, ইউআইটিএস এর কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসসি পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাব (আইহাব) ফোকাল পয়েন্ট ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন ।

এই চুক্তির আওতায় আইডিয়া প্রজেক্ট এবং ইউআইটিএস আইকিউএসসি ইনোভেশন হাব যৌথভাবে স্টার্টআপ বুটক্যাম্প, প্রশিক্ষণ কর্মশালা এবং সেমিনার আয়োজন করবে। ইউআইটিএস আইকিউএসসি আইহাব-এ ইনকিউবেটেড স্টার্টআপগুলো আইডিয়া প্রজেক্টের প্রি-সিড গ্রান্ট প্রোগ্রাম, কো-ওয়ার্কিং স্পেস, আইনি ও জনসংযোগ সহায়তা এবং ফ্যাব ল্যাবের উন্নত প্রোটোটাইপিং সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পাবে। পাশাপাশি, উভয় প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে আইডিয়া একাডেমিক প্রোগ্রাম, ফাউন্ডার মেন্টরশিপ সেশন এবং শিল্পখাতভিত্তিক নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করবে, যা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি