সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি মাইক্রোসফটের সাথে যুক্ত হয়ে সাইবার হামলা প্রতিরোধে নতুন পরিষেবা চালু করেছে। এই পরিষেবায় সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টেলিক্সকে মাইক্রোসফটের সিকিউরিটি কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ছোট ব্যবসা থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স থেকে তথ্য পাবে এবং সাইবার হামলা আরও দ্রুত ও সহজে মোকাবিলা করতে পারবে।
সফোস ইন্টেলিক্স এখন মাইক্রোসফট সিকিউরিটি কোপাইলটে সাইবার হামলা বিশ্লেষণ ও ব্যাখ্যার সুবিধা দেবে। সিকিউরিটি কোপাইলট হলো একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা সিকিউরিটি অপারেশন সেন্টার ও আইটি টিমকে থ্রেট খুঁজে বের করতে সাহায্য করে। এটি মাইক্রোসফট ডিফেন্ডার, সেন্টিনেল, ইন্টিউন, এন্ট্রা ও পারভিউ এর ডেটা একত্র করে। এর মাধ্যমে বিশ্লেষক এবং ব্যবহারকারীরা সহজ ভাষায় প্রশ্ন করে কোনো থ্রেট বা ঝুঁকি বিশ্লেষণ ও অনুসন্ধান করতে পারবে। সফোস ইন্টেলিক্স মাইক্রোসফটের নতুন সিকিউরিটি স্টোরেও পাওয়া যাবে, যেখানে অন্যান্য সফটওয়্যার, সেবা ও এপিআই যুক্ত করা হয়।
সফোস ইন্টেলিক্স মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের সঙ্গেও যুক্ত হয়েছে। টিমস বা মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট চ্যাট-এর মতো প্রতিদিনের মাইক্রোসফট টুলের মধ্যেই সহজে হুমকি-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। সফোস ইন্টেলিজেন্স যুক্ত মাইক্রোসফট ৩৬৫ পরিষেবাটি আইটি, ঝুঁকি-ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক গ্রাহকদের সুবিধা দিবে। এই পরিষেবার মাধ্যমে সাধারণ ভাষায় প্রশ্ন করে সফোসের সাইবার তথ্য জানা যাবে। কোনো লিংক, ফাইল বা ওয়েবসাইট বিপজ্জনক কি না সেটিও দ্রুত যাচাই করা যাবে। এছাড়া, দৈনন্দিন কাজে সাইবার সচেতনতা বাড়াতে সহায়ক হবে এই পরিষেবাটি।
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা