image

সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

প্রযুক্তি ব্র্যান্ড টেকনো অংশ নিয়েছে প্রযুক্তি মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’ এ। রাজধানীর আগারগাঁওস্থ আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলাটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকছে বৈশি^ক ও দেশীয় বিভিন্ন ব্র্র্যান্ডের প্রযুক্তিতে তৈরি বিভিন্ন প্রযুক্তি পণ্যের সমাহার। ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ অফার, মূল্য ছাড় ও গিফট।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এই মেলা। মেলায় টেকনোর মেগাবুক সিরিজের নতুন মডেল মেগাবুক কে১৫এস এএমডি, মেগাবুক কে১৬এস এএমডি, মেগাবুক টি১ ১৫.৬ ১৩তম জেন এবং মেগাবুক টি১৪ এয়ার পাওয়া যাচ্ছে।

স্টার টেক, রায়ানস সহ যেকোনো আউটলেট থেকে টেকনো ল্যাপটপ কিনলে থাকছে নিশ্চিত ফ্রি গিফট- টেকনো ওয়াচ নিও বা টেকনো বাডস ৪। ইনটেলভিত্তিক যেকোনো টেকনো ল্যাপটপ কিনলে ক্রেতা পাবেন টেকনো ওয়াচ নিও সম্পূর্ণ ফ্রিআর রাইজেন-ভিত্তিক ল্যাপটপ কিনলে থাকছে টেকনো বাডস ৪ ফ্রি।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি