কাঠের নকশায় তৈরি প্রথম মাদারবোর্ড উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। ‘এক্স ৮৭০ ই অ্যারো এক্স থ্রিডি উড’ নামের এই মাদারবোর্ডটিতে প্রাকৃতিক কাঠের নকশা ও উষ্ণ রঙ ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিকে ঘরের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এ নকশার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মাদারবোর্ডটিতে রয়েছে উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে ব্যবহৃত উন্নত ভিআরএম তাপ সুরক্ষা প্রযুক্তি, তাপ পরিবাহী পাইপ, এম.টু তাপ সুরক্ষা ব্যবস্থা।
মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে এএমডি সকেট এএম ফাইভ প্ল্যাটফর্মের ওপর। এতে রাইজেন নয় হাজার, আট হাজার ও সাত হাজার সিরিজের প্রসেসর ব্যবহারের সুবিধা রয়েছে। মাদারবোর্ডটিতে ডিডিআর ফাইভ মেমোরি ব্যবহারের সুবিধা রয়েছে, যা নয় হাজার মেগাট্রান্সফার প্রতি সেকেন্ড পর্যন্ত গতিতে পরিচালনা করা যাবে।
গ্রাফিক্স ব্যবস্থার জন্য এতে দুটি পিসিআই এক্সপ্রেস ৫.০ স্লট রয়েছে, যার মাধ্যমে একসঙ্গে দুটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা সম্ভব। পাশাপাশি চারটি এম.টু স্টোরেজ স্লট যুক্ত করা হয়েছে, যেখানে পিসিআই এক্সপ্রেস ৫.০/ ৪.০ এক্সফোর প্রযুক্তি সাপোর্ট করবে। আট স্তরের ব্যাক ড্রিলিং পিসিবি প্রযুক্তি সিগন্যাল প্রতিফলন কমিয়ে সিস্টেমের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। নেটওয়ার্ক ও সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ডুয়াল ফাইভজিবিই এলএএন সংযোগ এবং উচ্চক্ষমতার অ্যান্টেনাসহ ওয়াই-ফাই সেভেন সুবিধা। এছাড়া ডুয়াল ইউএসবি ফোর টাইপ সি পোর্ট, ডিসপ্লে আউটপুট সুবিধাসহ এইচডিএমআই সংযোগের ব্যবস্থাও রাখা হয়েছে এটিতে।
ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে এতে যুক্ত করা হয়েছে প্রি-ইনস্টলড ওয়াই-ফাই ড্রাইভারসহ ড্রাইভার বায়োস, সহজ তাপ নিয়ন্ত্রণের জন্য এম.টু ইজেড ফ্লেক্স, দ্রুত অ্যান্টেনা সংযোগের জন্য ওয়াই-ফাই ইজজেড প্লাগ এবং স্ক্রু ছাড়াই স্টোরেজ স্থাপনের সুবিধা দেওয়া এম. টু ইজেড ল্যাচ প্রযুক্তি।
এ বিষয়ে গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, বৈশ্বিক বাজারে উন্মোচিত নতুন এই মাদারবোর্ড খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। দেশের বাজারে একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেডের মাধ্যমে পণ্যটি সরবরাহ করা হবে।
নগর-মহানগর: গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি