নানা আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের তিন বছর উদযাপন করলো তরুণদের জন্য গ্রামীণফোনের ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন একাডেমি। ৪৫০ জনের বেশি শিক্ষার্থী, গ্রামীণফোনের উর্ধ্বতন কর্মকর্তা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গত তিন বছরে গ্রামীণফোন একাডেমির সাফল্যগুলো তুলে ধরা হয়। উল্লেখ্য, গ্রামীণফোন একাডেমির সাথে যুক্ত হয়েছেন সারাদেশের ১৬৭টির বেশি প্রতিষ্ঠানের ২,৩৭,০০০ জনের বেশি শিক্ষার্থী এবং ইতোমধ্যে কোর্স সম্পন্ন করে সনদ পেয়েছেন ১ লাখ শিক্ষার্থী।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আমাদের সবাইকে দেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তুলেছে এ কর্মসূচী। আমরা গ্রামীণফোন একাডেমির মাধ্যমে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ-উপযোগী কর্মশক্তি তৈরিতে অবদান রাখতে চাই। সময়োপযোগী কোর্সগুলোর মাধ্যমে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের যুক্ত ও অনুপ্রাণিত করে চলেছে এই একাডেমি।
অনুষ্ঠানে ‘সিইও বাই সিইও’ শিরোনামের একটি সেশনে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের সঙ্গে এমজেড মিডিয়ার প্রতিষ্ঠাতা নীল নাফিসের একটি বিশ্লেষণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এরপর গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, হেড অব ইএসজি ফারহানা ইসলাম, হেড অব গ্রামীণফোন একাডেমি ফারহানা হোসেন শাম্মু এবং বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান উপস্থিত ছিলেন।
সারাদেশ: জয়তী-সমরজিতের ‘যদি অকারণ’
সারাদেশ: প্রকাশ্যে তন্ময়-মিমের নতুন তিন নাটক
সারাদেশ: বোয়ালখালীতে কৃষকের গরু চুরি
সারাদেশ: বদলগাছীতে মহান বিজয় দিবস পালিত
সারাদেশ: হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার