image

টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি), সংগঠনের সদস্য সাংবাদিকদের জন্য কনটেন্ট তৈরি বিষয়ে একটি বিশেষ কর্মশালা আয়োজন করে। গত ১৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রিযয় সামাজিক মাধ্যম টিকটকের কনটেন্ট টিমের সদস্যরা।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। তিনি বলেন, বিশ^জুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এসব মাধ্যম সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়ের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতা করতে পারেন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার পরিধি বাড়াতে টিকটকের মতো মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মশালার প্রশিক্ষকরা জানান টিকটকে ভালো ও সঠিক কনটেন্ট বহুগুণ কার্যকরী। কর্মশালায় টিকটকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি, কেন কনটেন্ট তৈরি করা প্রয়োজন, কীভাবে সঠিক ও উন্নত মানের কনটেন্ট তৈরি করা যায়- এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের জন্য হাতে-কলমে টিকটক কনটেন্ট তৈরির প্রক্রিয়া দেখান প্রশিক্ষকরা।

কর্মশালায় টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি