image

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৫৫

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

হেলিও তাঁদের স্মার্টফোন লাইনআপে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ৫৫। ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম এর ডিভাইসটির দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা, সাথে আছে গ্রামীনফোনের বান্ডেল অফার।

এতে আছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ও ২০.৫:৯ এ্যাসপেক্ট রেশিও’র ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্জের এফএইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রণ গার্ড গ্লাস, ফলে হাত থেকে পড়ে গেলেও ডিসপ্লে ভেঙ্গে যাওয়া, ফাটল ধরা থেকে পাওয়া যাবে সুরক্ষা।

চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট হেলিও জি৯২ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এটি ব্যবহারকারীদের দিবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন এবং গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। তাছাড়াও মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৮ জিবি র‌্যাম। এছাড়াও মেমোরী ফিউশনের মাধ্যমে র‌্যাম বাড়ানো যাবে ৮জিবি পর্যন্ত। ১২৮ জিবি রম দিবে অনেক বেশী এ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।

এতে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আইপি ৬৪ রেটিং, সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার, জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, জাইরোস্কোপ ও ম্যাগনেটিক সেন্সর। হ্যান্ডসেটতিতে আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন, রিভার্স চার্জিং, এ্যাপ হাইড, এ্যাপ লক, ব্যাক গ্রাউন্ড স্ট্রিম এবং নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি। গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক সিলভার এবং সিল্ক গ্রীন এই তিনটি কালারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি