image

দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

মোবাইল এবং গেজেটের পর স্মার্ট সিকিউরিটি সলিউশন্স জগতে প্রবেশ করলো দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের বাজারে স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইমিল্যাবের ক্যামেরা বাজারজাত শুরু করেছে। ইমল্যাব মূলত প্রযুক্তি ব্র্যান্ড শাওমি’র এআইওটি ইকোসিস্টেমের অংশ। ইমিল্যাবের ইনডোর ও আউটডোর মিলিয়ে আটটি মডেলের আইপি ক্যামেরা বাজারে ছেড়েছে সেলেক্সট্রা। ইমিল্যাবের ওভারসিজ সেলস ডিরেক্টর রাজেশ সুধাকরণ বলেন, সেলেক্সট্রার মাধ্যমে বাংলাদেশে ইমিল্যাবকে পরিচিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা দীর্ঘমেয়াদে আমাদের পণ্য বাংলাদেশে বাজারজাত করতে আগ্রহী। প্রতিষ্ঠানটির জিএম মি. ফেলিক্স বলেন, স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে পণ্যগুলো টেকসই এবং উন্নত মানের হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিটি পণ্যের গুণগত মানকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

সেলেক্সট্রা লিমিটেডের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ পণ্যটি সম্পর্কে বলেন, নিরাপত্তার বিষয়টি সামনে রেখে আমরা আমাদের পণ্য তালিকায় হোম সিকিউরিটি পণ্য যুক্ত করেছি। ইমিল্যাবের ক্যামেরাগুলোর উন্নত ফিচার, সাশ্রয়ী মূল্য এবং বিস্ততার কারণে এগুলো দ্রুত জনপ্রিয় হবে বলে আমি আশাবাদী। ইমিল্যাবের ক্যামেরাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো- শাওমির মি হোম অ্যাপের মাধ্যমে এগুলো ব্যবহার করা যায়। এছাড়া সব ক্যামেরা গুগল হোম, অ্যামাজন অ্যালেক্সা, শাওমি হোম এবং শাওমি হাইপারওএস কানেক্টের সঙ্গে কাজ করে। উল্লেখ্য, ইমিল্যাব বিশ্বের ১৫০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি