বাংলাদেশের শীর্ষস্থানীয় টেক-এনাবেলড সাপ্লাই চেইন ও ফিনটেক প্ল্যাটফর্ম প্রিয়শপ, সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন এ প্রসঙ্গে বলেন, পুরস্কারটি প্রকৃতপক্ষে প্রতিটি ছোট খুচরা বিক্রেতার, যাদের আমরা সেবা দিই। তারাই আসল চ্যাম্পিয়ন। আমরা শুধু তাদের সফল হতে সাহায্য করার জন্য টুলস তৈরি করেছি।
অ্যাওয়ার্ডে ১,২০০টিরও বেশি আবেদন থেকে ৭৫০টি মনোনয়ন গ্রহণ করা হয়। ১৮ জন বিশেষজ্ঞ বিচারকের মূল্যায়নে শীর্ষ ১০ জন সেমিফাইনালিস্ট নির্বাচিত হয়, যার মধ্যে ৬ জন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ ও পাকিস্তান এর উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়। সেখান থেকে প্রিয়শপ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়।
প্রিয়শপের কো-ফাউন্ডার এবং সিএমও দীপ্তি মন্ডল জানান, ২০২৫ সাল জুড়ে অনেকগুলো গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। ২০২৬ সালেও বাংলাদেশের পতাকা বিশ^ব্যাপী তুলে ধরতে চাই। এই চ্যাম্পিয়নশিপ প্রমাণ করে, যখন আমরা মানুষগুলোর আসল সমস্যার সমাধান করতে পারি, তখন এর প্রভাব নিজেই কথা বলে।
উল্লেখ্য, প্রিয়শপ বাংলাদেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) ক্ষমতায়ন করছে। তারা দোকানদারদের জন্য সরাসরি সাপ্লাই চেইন, কম খরচে পণ্য সংগ্রহ, রিয়েল-টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ন্যায্য মূল্য, নির্ভরযোগ্য ডেলিভারি, ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক সেবা নিশ্চিত করছে।
সারাদেশ: চুনারুঘাটে দুইমণ গাঁজাসহ গ্রেপ্তার ১