image

বাজারে আসছে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি উন্মোচন করতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ডিভাইসটির দখলে রয়েছে ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে পাওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে পড়েও কোনো ক্ষতি হয়নি স্মার্টফোনটির। এছাড়াও, ডিভাইসটি ‘এসজিএস ট্রিপল রেজিস্ট্যান্ট প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফিকেশন’ অর্জন করেছে।

স্মার্টফোনটিতে রয়েছে ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। পাশাপাশি রয়েছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং ক্যামেরাসহ আরও উন্নত ফিচার। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর।

অনার এক্স৯ডি বাজারে আসছে সানশাইন গোল্ড, মিডনাইট ব্ল্যাক এবং রেডিশ ব্রাউন- এই তিনটি কালারে। ডিভাইসটির প্রি-বুকিং আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি