ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য সম্প্রতি ‘এম্পাওয়ারিং নিউ ইন্টারনেট ইউজারস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর প্রায় ৪০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানা উল্যাহ্ এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান।
তিনি অংশগ্রহনকারীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ম্যাধমের নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের কুইজের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
প্রধান শিক্ষক মোঃ ছানা উল্যাহ্ তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালা আয়োজনের জন্য ইন্টারনেট সোসাইটি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ইন্টারনেট
ব্যবহারকারী হিসাবে ইন্টারনেটের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারনা লাভ করেছে, যা তাদের ভবিষ্যত জীবনে ইতিবাচক ভূমিকা পালন করবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সভাপতি ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট এ.এন.এম এনাম হোসেন (মঞ্জুর) প্রমুখ।
অর্থ-বাণিজ্য: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
অর্থ-বাণিজ্য: বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
অর্থ-বাণিজ্য: এলডিসি উত্তরণের পর ইইউতে রপ্তানিতে শুল্ক বাড়বে ১২ শতাংশ
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় বেড়েছে ২৬ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন