২৯ ডিসেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (ঈজঊঝঞ)।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফেরহাত আনোয়ার আধুনিক গবেষণার বিকাশ, উদ্ভাবন-ভিত্তিক মানবসম্পদ গঠন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে জাতীয় অগ্রাধিকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ সময় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এর সভাপতি এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার মূল বক্তব্য প্রদান করেন। তিনি দেশীয় সক্ষমতা উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং রপ্তানিমুখী সেমিকন্ডাক্টর শিল্প গঠনের গুরুত্ব তুলে ধরেন।
ক্রেস্ট প্রতিষ্ঠিত হয়েছে একটি জাতীয় গবেষণা কেন্দ্র হিসেবে, যার মূল লক্ষ্য উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি- যার মধ্যে রয়েছে এআই-কেন্দ্রিক চিপ ডিজাইন, ভিএলএসআই সিস্টেম, রোবোটিক্স, উপকরণ বিজ্ঞান, প্যাকেজিং ও টেস্টিং এবং ভবিষ্যৎ হার্ডওয়্যার প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে বিশেষ ভিডিও বার্তার ম্যাধমে বক্তব্য রাখেন গ্লোবাল ফাউন্ড্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট ড. মাহবুব রাশেদ। তিনি বলেন, বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রবণতা ও পরিবর্তনশীল সাপ্লাই চেইনের বাস্তবতায় ক্রেস্ট একটি সময়োপযোগী ও কৌশলগত উদ্যোগ।
অনুষ্ঠানে প্রথম ক্রেস্ট ফেলোশিপ ঘোষণা করা হয়। এই ফেলোশিপের আওতায় ৮ জন স্নাতকোত্তর ও ২ জন স্নাতক শিক্ষার্থী সারা বছরব্যাপী ৯টি উন্নত সেমিকন্ডাক্টর গবেষণা বিষয়ে নিজ নিজ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পাবেন। প্রথম ব্যাচের ক্রেস্ট ফেলোরা হলেন মো. শাজোল আল মামুন (বুয়েট), আকিফ হামিদ (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), কে. এম. মেহেদী হাসান (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), মো. শরীফ উদ্দিন (ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসেফিক), ইশমাম হোসেন (নর্থ সাউথ ইউনিভার্সিটি), প্রিয়াঙ্কা দাস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), জুনায়েদ জলিল (বুয়ে), মো. খালিদ হোসেন (বুয়েট), আফসানা আনজুম আখি (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং শেখ তারিফুল ইসলাম (বুয়েট)। অনুষ্ঠানে বিয়ার সামিট প্রতিযোগীতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ, সিনপসিস-এর পরিচালক হারিশ বালান, সিলিকন রিভার ভিশন এবং ক্রেস্ট উদ্যোগের রূপকার যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর উপমা কবির প্রমুখ।
উদ্বোধনী পর্বের পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘পেটেন্ট আইন ও আইপি সুরক্ষা: জ্ঞানভিত্তিক অর্থনীতিতে উদ্ভাবনের সুরক্ষা’ শীর্ষক এ আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ গোলাম সামদানী ফকির, প্রফেসর, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টার। প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন- সৈয়দ মাহবুবুর রহমান, প্রফেসর, ব্র্যাক বিজনেস স্কুল; ড. অশোক কুমার রায়, পরিচালক (শিল্প-নকশা), পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর; দিলারা আফরোজ খান, ব্যবসা, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ে শিক্ষক, লন্ডন চার্চিল কলেজ, ইউনিভার্সিটি অব এসেক্স; অ্যাডভোকেট তাসলিমা জাহান, মেধাস্বত্ব (আইপি) আইন বিশেষজ্ঞ। বক্তাগণ সেমিকন্ডাক্টর সেক্টরের উদ্ভাবনের মেধাস্বত্ব (আইপি) সুরক্ষার বিষয়ে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের যৌথ উদ্যোগে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।
আন্তর্জাতিক: ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি-আরব আমিরাত
অর্থ-বাণিজ্য: ই-রিটার্ন দিতে অসমর্থ হলে জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যে
অর্থ-বাণিজ্য: ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত
অর্থ-বাণিজ্য: পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ
অর্থ-বাণিজ্য: বাণিজ্যমেলা শুরু হবে ৩ জানুয়ারি
অর্থ-বাণিজ্য: ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন