image

গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা আবারও উদীয়মান প্রযুক্তিতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। ব্লকচেইন অ্যান্ড এআই অলিম্পিয়াড বাংলাদেশ (বিকলবিডি) ২০২৫ এর মাধ্যমে মনোনীত দলগুলো হংকংয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড (ইবকল) ও ইন্টারন্যাশনাল ডাটা সাইন্স অলিম্পিয়াড (ইডসল) ২০২৫- এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অলিম্পিয়াড দুটি গত ২৯-৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়।

এই সাফল্য উদযাপন করা হয় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিকলবিডি ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বিকলবিডি’র মাধ্যমে নির্বাচিত মোট ২২টি বাংলাদেশি দল বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতিযোগিতা করে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এতে ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিস্ট্রিবিউটেড প্রযুক্তিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন ঘটেছে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিকলবিডি’র আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মো. কায়কোবাদ। তিনি বলেন, এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক মানসিকতা ও আন্তর্জাতিক পরিম-লে কাজ করার সুযোগ তৈরি করেছে।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বিকলবিডি ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মতো ভবিষ্যৎ প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগে আইসিটি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমআইটির অধ্যাপক অ্যালান এডেলম্যান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট। তাঁরা অলিম্পিয়াডের মান ও আয়োজনের প্রশংসা করেন।

গেস্টস অব অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর সভাপতি কামরান টি রহমান, ম্যাককিনসির সিনিয়র অ্যাডভাইজার ড. স্যাম জি সামদানি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মোর্শেদ জাহান। তাঁরা উদীয়মান প্রযুক্তিতে তরুণদের অংশগ্রহণ ও আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের ক্রমবর্ধমান অবস্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

জাতীয় পর্যায়ে ব্লকচেইন বিভাগে চ্যাম্পিয়ন হয় গ্রেডেভস (বুয়েট), রৌপ্য অর্জন করে স্যাড ম্যানগো (আইইউটি) এবং ব্রোঞ্জ পান সোলোফাইটার (ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়)। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে স্বর্ণ জিতে নেয় হ্যাশউইজার্ডস (রাজশাহী বিশ্ববিদ্যালয়), রৌপ্য পান বিজলেজার এআই (বিইউপি) এবং ব্রোঞ্জ পান চুয়েট আর-টু-এস-ফোর (চুয়েট)। উভয় বিভাগ মিলিয়ে ১৬টি দল সম্মানসূচক পুরস্কার পেয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে সাতটি বাংলাদেশি দল ৭১টি ফাইনালিস্ট দলের সঙ্গে প্রতিযোগিতা করেছে। আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে স্বর্ণ জিতেছে দ্য পিচার্স (আইইউটি), রৌপ্য পেয়েছে বিকচেইন (বুয়েট, কুয়েট ও চুয়েট) এবং পাওয়ারপাফ গার্লস (ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইইউটি)। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটেড সল্যুশনস অলিম্পিয়াডে শ্রেষ্ঠত্ব পেয়েছে সেন্সকোর (ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি) ও হ্যাশউইজার্ডস (রাজশাহী বিশ্ববিদ্যালয়), যোগ্যতা পুরস্কার পেয়েছে নিউরোচেইন (কুয়েট, জেইউ, এইচএসটিইউ ও হাংঝৌ ডিনজি বিশ্ববিদ্যালয়) ও নিউরোফ্লাক্স (ঢাকা বিশ্ববিদ্যালয় ও আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)।

উল্লেখ্য, ২০২০ সালে প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর দিকনির্দেশনায় যাত্রা শুরু করা বিকলবিডি এখন বৈশ্বিক ব্লকচেইন ও এআই প্রতিযোগিতায় অংশগ্রহণের জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি