image

চীনে চিপ উৎপাদনে অনুমতি পেল স্যামসাং, এসকে হাইনিক্স

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
তথ্যপ্রযুক্তি ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সকে বিশেষ লাইসেন্স দিয়েছে মার্কিন সরকার। এর আওতায় ২০২৬ সালে চীনে নিজেদের বিভিন্ন কারখানায় কম্পিউটার চিপ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে নিতে পারবে কোম্পানি দুটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যিক বিধিনিষেধ থাকলেও এ দুটি কোম্পানির জন্য নিয়মটি এক বছরের জন্য শিথিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এ বছরের শুরুতে কিছু প্রযুক্তি কোম্পানিকে দেওয়া লাইসেন্স সুবিধা বাতিলের যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছিল সেই লাইসেন্সই ফিরে পেল কোম্পানি দুটি। একটি সূত্র বলেছে, চীনে চিপ তৈরির সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে ‘বার্ষিক অনুমোদন ব্যবস্থা’ বা প্রতি বছর অনুমতি দেওয়ার নিয়ম চালু করেছে ওয়াশিংটন। বিশে^র শীর্ষ মেমোরি চিপ নির্মাতা দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স ও দ্বিতীয় অবস্থানে থাকা এসকে হাইনিক্স উভয় কোম্পানিরই অন্যতম প্রধান উৎপাদন ঘাঁটি চীন।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি