স্মার্ট টিভিতে গুগল ফটোস অ্যাপটি যোগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাং। কোম্পানিটির লক্ষ্য গুগল ফটোসকে ‘ভিশন এআই কম্প্যানিয়ন’ এর সঙ্গে মিলিয়ে দেওয়া, যা মূলত স্যামসাংয়ের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ‘বিক্সবি’র উন্নত এক সংস্করণ। স্যামসাং বলেছে, তিনটি নতুন উপায়ে গুগল ফটোস লাইব্রেরি দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এর মধ্যে প্রথমটির নাম ‘মেমোরিজ’, যা মূলত ‘মানুষ, জায়গা ও জীবনের বিশেষ মুহূর্তগুলোর’ ওপর ভিত্তি করে বাছাই করা ছবি বা ছোট ভিডিও তুলে ধরবে।
ফিচারটি ২০২৬ সালের মার্চে চালুর পরিকল্পনা করেছে স্যামসাং এবং প্রথম ছয় মাস ফিচারটি কেবল স্যামসাং টিভিতেই ব্যবহার করা যাবে।
‘ক্রিয়েট উইথ এআই’ নামের দ্বিতীয় ফিচারে গুগল ডিপমাইন্ড-এর ইমেজ জেনারেশন ও এডিটিং মডেল ব্যবহৃত হবে। ফলে বিভিন্ন থিম বা টেমপ্লেট ব্যবহার করে নিজেদের বিভিন্ন ছবিকে এআইয়ের সাহায্যে নতুন রূপ দিতে পারবেন ব্যবহারকারী। এছাড়া টুলটি ব্যবহার করে যে কোনো স্থির ছবিকে ছোট ভিডিওতে রূপান্তর করা যাবে। ‘ক্রিয়েট উইথ এআই’ ফিচারটি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে চালুর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
‘পার্সোনালাইজড রেজাল্টস’ নামের তৃতীয় ফিচারটি ব্যবহারকারীর বিভিন্ন ছবি থেকে নির্দিষ্ট কোনো বিষয় বা ছবির ভেতরের ঘটনার ওপর ভিত্তি করে থিমভিত্তিক ‘স্লাইড শো’ তৈরি করে দেবে। যেমন সমুদ্রের পাড়ের ছবি, পাহাড়ে হাঁটার বা প্যারিস ভ্রমণের বিভিন্ন ছবি আলাদাভাবে সাজিয়ে দেখাবে। এ সুবিধাটিও ২০২৬ সালের শেষের দিকে চালু হতে পারে।
সারাদেশ: আক্কেলপুরে ভাজা বিক্রেতার আত্মহত্যা