image

স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

প্রযুক্তি পেশাজীবীদের অংশগ্রহণে গত ২-৩ জানুয়ারি ২০২৬ তারিখে পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে আয়োজিত টি-১০ পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী দলগুলো হলো- র‌্যাপিড রেঞ্জার্স, ব্লেজ ওয়ারিওর্স, জিরো ডাউনটাইম, ডিজাস্টার রিকভারি, সিকিউর নেটওয়ার্ক এবং ভ্যানগার্ড স্কোয়াড। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেটওয়ার্কিং প্রযুক্তি বিশেষজ্ঞ দল সিকিউর নেটওয়ার্ক। রানারআপ হয় কর্পোরেট সেলস এক্সপার্টদের দল র‌্যাপিড রেঞ্জার্স।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন। তিনি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি