উপকূলীয় অঞ্চলের কিশোরী মেয়েদের জন্য ঝঞঊগ (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) ও আইসিটি শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হল ‘উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ তৈরিতে সমন্বিত উদ্যোগ’ শীর্ষক একটি অ্যাডভোকেসি কর্মশালা।
বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর উদ্যোগে এবং ‘স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অফ কোস্টাল এরিয়া’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উপকূলীয় অঞ্চলের কিশোরী শিক্ষার্থীদের স্টেম ও আইসিটি শিক্ষায় অন্তর্ভুক্তি বৃদ্ধি করা এবং তাদের ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা।
কর্মশালায় খুলনার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপকূলের মেয়েদের ক্ষমতায়নে কাজ করা এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা সহ মোট ৭৫ জন উপস্থিত ছিলেন।
কর্মশালায় মূল প্রবন্ধে উপকূলের তিনটি উপজেলার মেয়েদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক দক্ষতা অর্জনে স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের কার্যক্রম এবং অর্জিত ফলাফল তুলে ধরে প্রকল্পের সমন্বয়ক রেজাউল ইসলাম জানান এই প্রকল্পের মাধ্যমে তথপ্রযুক্তি নিয়ে মেয়েদের মাঝে যে পরিবর্তন এসেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, স্থানীয় সরকার, এনজিও এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এরপর দলগত আলোচনা ও প্যানেল সেশনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সরকার প্রতিনিধি ও এনজিও নেতৃবৃন্দ উপকূলীয় মেয়েদের স্টেম শিক্ষায় অংশগ্রহণের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন। কর্মশালার শেষভাগে অংশগ্রহণকারীদের মতামতের প্রেক্ষিতে সার্বিক একটি আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ আনোয়ার-উল কুদ্দুস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম তরফদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. হেলাল আন-নাহিয়ান এবং মালালা ফান্ডের এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক ও বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় এবং মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পটি উপকূলের মাধ্যমিক স্কুলের মেয়েদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে আগ্রহ তৈরী ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
অর্থ-বাণিজ্য: ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফায় রেকর্ড
সংস্কৃতি: মুঠোফোনের আমদানি শুল্ক ৬০ শতাংশ কমলো