image

বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বিশ্বখ্যাত এইচটিসি ব্র্যান্ডের মোবাইল এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে এইচটিসি’র নতুন মডেল ‘ওয়াইল্ডফায়ার ই৭ লাইফ’। ফোনটি উৎপাদন ও বাজারজাত করছে দেশীয় প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। এইচটিসি একসময় বিশ^বাজারে শীর্ষস্থান ধরে রেখেছিল। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের বাজারে ফিরেছে এই ব্র্যান্ডটি।

ওয়াইল্ডফায়ার ই৭ লাইফ এইচটিসির একটি সাশ্রয়ী মডেলের ফোন। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক টাইগার টি৬১৫ অক্টাকোর প্রসেসর। ওয়াটারড্রপ এবং ইনসেল প্রযুক্তি ফিচার সমৃদ্ধ ৬.৭৪৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জের রিফ্রেশ রেট এবং ৪৮০ নিটস উজ্জ্বলতা। এর মেইন ক্যামেরা ৫০+০.০৮ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ৬+১২৮ মেমোরির ফোনে ব্যাটারি ৫০০০ এমএএইচ আর অপারেটিংয়ে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৬। গ্রে এবং শ্যাম্পেন গোল্ড এই দুটি কালার ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে এসেছে মডেলটি। এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

এই মডেলের সঙ্গে গ্রামীণফোনের পক্ষ থেকে সাত দিনের জন্য পাঁচ জিবি ডেটা ফ্রি অফার দেওয়া আছে। এছাড়াও বিশেষ দুইটি প্যাকেজ অফার চালু আছে। একটি ৯৯ টাকায় দশ জিবি ডেটা সাত দিনের জন্য অপরটি ২৯৮ টাকায় ৪০ জিবি ডেটা ৩০ দিনের জন্য। প্যাকেজ অফার দু’টি ছয় মাস পর্যন্ত যতবার খুশী নেওয়া যাবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি