image

মাস্টারকার্ড ও মিনিসো ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

মাস্টারকার্ড সম্প্রতি ‘মাস্টারকার্ড স্পেন্ডঅ্যান্ডউইন উইথ মিনিসো’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা দেশের যেকোনো মিনিসো আউটলেটে কেনাকাটা করে পুরস্কার জয়ের সুযোগ পান। এতে গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি’র মাস্টারকার্ড কার্ড হোল্ডার মো. মিজানুর রহমান এয়ার ফেয়ার ও হোটেলে থাকার ব্যবস্থা সহ শ্রীলঙ্কায় ৪ দিন ৩ রাতের একটি কাপল ট্রিপ জিতেছেন। এছাড়াও আরও নয় জন বিজয়ী মিনিসো শপিং ভাউচার অর্জন করেন। ক্যাম্পেইন চলাকালীন মোট যোগ্য খরচের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। রাজধানীর বনানীতে অবস্থিত মিনিসো ফ্ল্যাগশিপ আউটলেটে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডেও কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; মিনিসোর কান্ট্রি ম্যানেজার জেসন লিউ; মাস্টারকার্ডের ডিরেক্টর সোহেল আলিম; মাস্টারকার্ডের মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন; মিনিসোর ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) রাইয়ান ইউসুফ; মিনিসোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইন্টারনাল অডিট অ্যান্ড কন্ট্রোল) মো. মাহতাব হোসেন প্রমুখ।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি