image

অনুষ্ঠিত হলো বাক্কোর ১৪তম বার্ষিক সাধারণ সভা ও মেম্বার্স রিট্রিট ২০২৬

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর ১৪তম বার্ষিক সাধারণ সভা ও মেম্বার্স রিট্রিট ২০২৬ উপলক্ষে গত ১৭ জানুয়ারি গাজীপুরের কাজী রিসোর্টে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম। তিনি দেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, খাতটির বিকাশের মাধ্যমে বাক্কো দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন অবদান রেখে চলেছে। ইতোমধ্যে এক লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি ও বার্ষিক এক বিলিয়ন ডলার বৈদেশিক আয় অর্জিত হচ্ছে। ভবিষ্যতে বাক্কো ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় ও ৩ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি তিনি আইটি ও টেলিকম খাতে নীতিগত সংস্কার, অবকাঠামো উন্নয়ন, এআই অ্যাডপশন এবং জাতীয় তথ্যের কার্যকর ব্যবহার ও সিংক্রোনাইজেশনের উপর গুরুত্ব প্রদান করেন।

এরপর বাক্কোর ১৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) কার্যক্রম শুরু হয়। সভায় বাক্কোর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম বিগত ১৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, চলতি বছরে বাক্কোর বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন এবং বিপিও শিল্পের উন্নয়নকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত সম্ভাব্য কার্যক্রম সদস্যদের সামনে উপস্থাপন করেন। একইসঙ্গে অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাক্কো মেম্বার্স রিট্রিট। এ আয়োজনের উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল বাক্কো প্রিমিয়ার লিগ ২০২৬, বাক্কো ফুটবল চ্যাম্পিয়ন ২০২৬, বাক্কো ড্রইং ফেস্ট ২০২৬, এয়ার গান বেলুন শট, কটন ক্যান্ডি, বাক্কো টার্গেট চ্যাম্পস ২০২৬, রিং গেম এবং বাক্কো মিউজিক্যাল পিলো ওয়ার।

সদস্যদের পাশাপাশি আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ তানজিরুল বাসার, পরিচালকবৃন্দ- আবু দাউদ খান, আব্দুল কাদের এবং সায়মা শওকত।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বাক্কোর কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আবুল খায়ের। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে বাক্কোর ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল প্লাটিনাম ক্যাটেগরিতে: রিচস্যাভি সলিউশনস লিমিটেড, কাজী রিসোর্ট এবং সিনার্জি বিজনেস সলিউশন; গোল্ড ক্যাটেগরিতে: ডিজিফিয়া, টেকসোলজার বিপিও, ২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস, এনআর বিজনেস সলিউশন লিমিটেড এবং আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেড; সিলভার ক্যাটেগরিতে: এমআর-অ্যাকাউন্ট, জুজ্।অটোমেশন সলিউশনজ, টাইমস এএসএল কল সেন্টার লিমিটেড, মাই আউটসোর্সিং লিমিটেড, উইনটেল লিমিটেড, স্কাই টেক সলিউশনস, উইজডম ভ্যালি লিমিটেড, এএসকে টেলিকম লিমিটেড, এনরুট ইন্টারনেশনাল লিমিটেড, ইম্পেল সার্ভিস এন্ড সলিউশনস লিমিটেড এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি