দেশের তরুণ ডেভেলপারদের ক্ষমতায়ন ও অর্থবহ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে তাদের উৎসাহিত করতে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক আয়োজন করে অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫। সম্প্রতি, রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে এ হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
এইচসেনিড মোবাইল সল্যুশনস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় ৩০টির বেশি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বাস্তব সমস্যা নিয়ে নানা সমাধান উপস্থাপন করে।
অভিজ্ঞ বিচারকদের নিয়ে গঠিত প্যানেল কঠোর মূল্যায়নের মাধ্যমে হ্যাকাথনের বিজয়ী দল নির্বাচন করে। বিজয়ী তিন দলকে আশি হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। বাস্তবমুখী সমাধান প্রদানে উদ্ভাবনী সক্ষমতার জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফাতেমা তুজ জোহরা মুন ও হাসিবুর রহমান আলিফ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হন। তারা পুরস্কার হিসেবে পান পঞ্চাশ হাজার টাকা। প্রথম রানারআপ দল পায় বিশ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে প্রদান করা হয় দশ হাজার টাকা।
এ হ্যাকাথন শিক্ষার্থীদের জন্য প্রযুক্তির মাধ্যমে বাস্তব জীবনের সমস্যা মোকাবিলায় ডিজিটাল সমাধান তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। অ্যাপলিংকের মাধ্যমে স্থানীয় ডেভেলপারদের দেশজুড়ে লক্ষাধিক গ্রাহকের সাথে যুক্ত করেছে বাংলালিংক। ডিজিটাল সেবা প্রদানে বাংলালিংকের মার্কেটপ্লেস অ্যাপলিংককে কেন্দ্র করেই এ হ্যাকাথন আয়োজন করা হয়। অ্যাপলিংকের মাধ্যমে ডেভেলপারেরা মোবাইলভিত্তিক সেবার মাধ্যমে আয়ের সুযোগ পান; অন্যদিকে, গ্রাহকরা সহজেই নতুন ও উদ্ভাবনী অ্যাপ্লিকেশন কিনতে পারেন।
তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিগত দক্ষতা ও সম্ভাবনা উন্মোচনে এ হ্যাকাথনের আয়োজন করে বাংলালিংক ও এইচসেনিড মোবাইল সল্যুশনস। হ্যাকাথনের বিচারক প্যানেলে ছিলেন কর্মঠর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক আসাদ মোহাম্মদ আকবর; বিনিয়োগ ডট আইও এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মুহাম্মদ সাইদুল আলম; এইচসেনিড মোবাইল সল্যুশনসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কাজী শারেকুজ জামান; বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ফয়সাল আহমেদ এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের হেড অব ডিজিটাল রেভিনিউস ফয়েজ আহমেদ।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২