image

নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন নোট সিরিজের স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। নতুন এই ডিভাইসটির নকশা ও প্রযুক্তিগত দিকগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্স দক্ষতা, পরিশীলিত ডিজাইন এবং দীর্ঘ সময় ব্যবহারের আরামকে সামনে রেখে। এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। এই চিপসেট কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্স দেওয়ার জন্য তৈরি, যা দীর্ঘ সময় ব্যবহারের সময় ব্যাটারির ওপর চাপ কমাতে সহায়তা করে। দীর্ঘক্ষণ গেম খেলা, ভিডিও দেখা কিংবা একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রেও স্থিতিশীল পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

ডিসপ্লে ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নোট সিরিজের ফোনটিতে থাকছে থ্রিডি-কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে, যার বাঁক হাতের গড়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে ফোনটি ধরতে আরাম পাওয়া যাবে এবং দীর্ঘসময় স্ক্রিনে তাকিয়ে থাকলেও চোখ ও হাতে চাপ কম পড়বে বলে জানিয়েছে ইনফিনিক্স। কাজ, বিনোদন কিংবা ভ্রমণের সময় স্মার্টফোন ব্যবহারে এই বিষয়গুলো ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ব্যাটারি সক্ষমতাও এই ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ দিক। ফোনটিতে থাকছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আল্ট্রা-স্লিম ব্যাটারি। নতুন নোট সিরিজের মাধ্যমে ইনফিনিক্স এমন একটি স্মার্টফোন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে সৌন্দর্য ও শক্তি একসঙ্গে কাজ করে, পরিমিত নকশা, কার্যকর পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের সমন্বয়ে। আসন্ন নোট সিরিজের স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতিমধ্যে শুরু হয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি