বাংলাদেশের শীর্ষ বিটুবি (বিটুবি) মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ, দেশের খুচরা বিক্রেতাদের আরও শক্তিশালী করতে এক মাসে ৭টি নতুন ডিস্ট্রিবিউশন হাব উদ্বোধন করেছে। নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলার খুচরো দোকানিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই বিশেষ হাবগুলোর উদ্বোধন। এই সম্প্রসারণে রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ফ্ল্যাগশিপ হাব। এছাড়া নেত্রকোণা সদর, মোহনগঞ্জ, তারাকান্দা, কলমাকান্দা, মদন এবং পূর্বধলায় আরও ছয়টি হাব খোলা হয়েছে।
সোনারগাঁও হাবটি মূলত প্রিয়শপ আর গ্রামীণফোনের এক যৌথ প্রচেষ্টার ফ্ল্যাগশিপ। এই হাবের মাধ্যমে খুচরা ব্যবসায়ীরা এখন মোবাইল ফোন থেকেই তাদের পুরো ব্যবসা পরিচালনা করতে পারছেন। প্রিয়শপ অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার করা, জামানত ছাড়াই ঋণ পাওয়া, ডিজিটাল পেমেন্ট করা এবং নিশ্চিত পরের দিন ডেলিভারি পাওয়া সব এখন সম্ভব।
নেত্রকোনার হাবগুলো জেলার ৫৭টি রুটে পণ্য সরবরাহ করবে। এর ফলে যেসব এলাকার দোকানিরা আগে পণ্য পেতে ভোগান্তি পোহাতেন, এখন তারা স্বচ্ছ মূল্যে সরাসরি ব্র্যান্ডের পণ্য পাবেন। প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, গ্রামীনফোনের সাথে আমাদের পার্টনারশিপের মাধ্যমে লাভবান হবে সোনারগাঁয়ের অনেক দোকানি। এছাড়াও নেত্রকোনায় ছয়টি স্থানে অবস্থিত নতুন হাবগুলো আমাদেরকে ২ লক্ষ দোকানিদের কাছে আরও সহজে পৌঁছাতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য হলো ১০ লক্ষ মুদি দোকানিদের কাছে পৌঁছানো এবং দেশের বেশ চ্যালেঞ্জিং সেক্টর রিটেইল ইকো সিস্টেম, সেটায় লাভজনক ভাবে এগিয়ে চলা।
আন্তর্জাতিক: সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ ফেরাতে চায় ব্রিটেন ও চীন
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান