প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন নতুন ডিভাইস নতুন মেগাপ্যাড এসই। ডিভাইসটির ১১ ইঞ্চি ফুলস্ক্রিন ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজ্যুলেশন এবং ৪৪০ নিটস ব্রাইটনেস। ৯০ হার্জ রিফ্রেশ রেট এর স্ক্রলিং ও টাচ রেসপন্সকে করে আরও স্মুথ। এতে রয়েছে ডলবি অডিও সাউন্ড ও সিনেমাটিক সারাউন্ড সাউন্ড সিস্টেম যা সিনেমা দেখা, গেম খেলা বা গান শোনাকে প্রাণবন্ত করে তোলে।
ডিজাইনের দিক থেকে মেগাপ্যাড ডিভাইসটি অল-মেটাল বডি এবং ৭ মিমি স্লিম ডিজাইনে তৈরি। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ ন্যানোমিটার ৮-কোর প্রসেসর যা রেগুলার কাজ ও মাল্টিটাস্কিংয়ে দেয় স্মুথ পারফরম্যান্স। ডিভাইসটিতে রয়েছে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়াও এতে স্টোরেজ হিসেবে আছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি সাথে ৮ জিবি র্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেনডেড র্যাম)।
এর ফিচারগুলোর মধ্যে রয়েছে স্প্লিট স্ক্রিন, ফ্লোটিং উইন্ডোজ এবং ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা। পাশাপাশি এই ডিভাইসটিতে ব্যবহার করা যাবে ডব্লিউপিএস অফিস স্যুট। এর মাধ্যমে ইউজাররা সহজেই ডকুমেন্ট তৈরি, এডিট ও শেয়ার করতে পারবে। আর টেকনো ইকোসিস্টেম কানেক্টিভিটির ফলে ঝামেলা ছাড়াই সহজে অন্যান্য টেকনো ডিভাইসের সাথে এ্যাড করা যায়। ডিভাইসটির ক্যামেরা অংশে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে এআই কুইক বাটন, যেটি ব্যবহার করে দ্রুত অ্যাক্সেস পাওয়া যায় এলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই ড্রয়িং বোর্ড, এআই রাইটিং, ইমেজ-টু-ডকুমেন্ট কনভারশন, পিকচার-টু-অ্যানসার ফিচারের। বাংলাদেশের বাজারে টেকনো মেগাপ্যাড এসই ভ্যারিয়েন্টের মূল্য ২০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
আন্তর্জাতিক: এক বছরে তিনবার ঈদের ছুটি! মিলবে ২০৩৯ সালে
আন্তর্জাতিক: ‘ট্রিগারে আঙুল’ রয়েছে, ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের