image

বাজারে লেনোভোর নতুন প্রজন্মের তিনটি ডেস্কটপ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে নিয়ে এসেছে নতুন প্রজন্মের তিনটি শক্তিশালী ডেস্কটপ কম্পিউটার। এসব ডেস্কটপে রয়েছে ইন্টেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসর, উচ্চগতির ডিডিআর ফাইভ মেমোরি এবং পিসিআইই জেন৪ এসএসডি।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেনোভোর নতুন এই ডেস্কটপ সিরিজে যুক্ত করা হয়েছে ওয়াই-ফাই৬, ইউএসবি টাইপ সি এবং উন্নত মানের এইচডিএমআই ২.১ (টিএমডিএস) সংযোগ ব্যবস্থা। পাশাপাশি প্রতিটি ডেস্কটপের সঙ্গে অপশনালভাবে কিবোর্ড ও মাউস ব্যবহারের সুবিধাও থাকছে। নতুন আসা ডেস্কটপ সিরিজের মডেলসমূহ হলো- পিসি আইসিটি (৯) ৯০এক্সএস-০০৫ইএলকে; পিসি আইসিটি (৯) ৯০এক্সএস-০০৫জিএলকে এবং পিসি আইসিটি (৯) ৯০এক্সডাব্লিউ-০০৬কেএলকে।

পিসি আইসিটি (৯) ৯০এক্সএস০০৫ইএলকে: এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে চতুর্দশ প্রজন্মের ইন্টেল কোরআই৭ ১৪৭০০ প্রসেসর। এতে রয়েছে ২০টি কোর ও ২৮টি থ্রেডস, যা সর্বোচ্চ ৫.৪ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‌্যাম এবং এক টেরাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

পিসি আইসিটি (৯) ৯০এক্সএস০০৫জিএলকে: এই ডেস্কটপে রয়েছে চতুর্দশ প্রজন্মের ইন্টেল কোরআই৫ ১৪৪০০ প্রসেসর। এতে ১০টি কোর ও ১৬টি থ্র্রেডস রয়েছে, যা সর্বোচ্চ ৪.৭ গিগাহার্টজ পর্যন্ত গতি প্রদান করে। সিস্টেমটিতে সংযুক্ত আছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‌্যাম এবং এক টেরাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

পিসি আইসিটি (৯) ৯০এক্সডাব্লিউ০০৬কেএলকে: এই ডেস্কটপে রয়েছে ত্রয়োদশ প্রজন্মের ইন্টেল কোরআই৭ ১৩৬২০ প্রসেসর। এতে ১০টি কোর ও ১৬টি থ্রেডস রয়েছে এবং সর্বোচ্চ ৪.৯ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে। সঙ্গে দেয়া হয়েছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‌্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

নতুন আসা সবগুলো ডেস্কটপেই অপারেটিং সিস্টেম হিসেবে ডস সংযুক্ত থাকছে, যা ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সিস্টেম কনফিগার করার সুযোগ দেবে। তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ডেস্কটপগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত সকল ডিলার হাউসে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি