image

দক্ষ জনশক্তি উন্নয়নে এসআইসিআইপি এবং বাক্কোর মধ্যে চুক্তি স্বাক্ষর

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

দেশে প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তির ঘাটতি বিদ্যমান, যা অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘাটতি পূরণ এবং কর্মসংস্থানমুখী দক্ষতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটেটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্প দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

এই প্রকল্পের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে বিপিও ও আউটসোর্সিং খাতে দক্ষ জনবল তৈরিতে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি দুটি।

এসআইসিআইপি প্রকল্পের নির্বাহী প্রোগ্রাম পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআইসিআইপি প্রকল্পের ডিইপিডি (ফান্ড ম্যানেজমেন্ট) মায়েনুল হাসান; এইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) ভূঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিক, বাক্কো সাধারণ সম্পাদক ফয়সাল আলিম, সহ-সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালক সায়মা শওকত, বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক প্রমুখ।

চুক্তি অনুযায়ী, প্রকল্পটির কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দেশব্যাপী ১৫টি প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে মোট ১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে, প্রশিক্ষণ শেষে এর মধ্যে কমপক্ষে ৬৫ শতাংশের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগে মোট প্রশিক্ষণার্থীর কমপক্ষে ৩০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা হবে। প্রকল্পটির আওতায় ৮টি বিশেষায়িত কোর্স পরিচালিত হবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি