ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ইনোভেশন হাব (আইহাব) এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা পরিচালিত জাতীয় অ্যাপ স্টোর রবি বিডি-অ্যাপস এর মধ্যে সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট অফিসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং রবির মার্কেটিং ও মার্কেট অপারেশন বিভাগের কাস্টমার ভ্যালু সল্যুশনসের পরিচালক মানিক লাল দাস। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশীয় ডেভেলপার, কনটেন্ট প্রোভাইডার ও উদীয়মান উদ্যোক্তাদের- এমনকি প্রোগ্রামিং দক্ষতা না থাকা ব্যক্তিদেরও- রবির নেটওয়ার্কভিত্তিক এপিআই ব্যবহার করে মোবাইল অ্যাপ তৈরি, হোস্টিং ও বাণিজ্যিকীকরণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, আইকিউএসি পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাব (আইহাব) এর ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন, রবি’র জেনারেল ম্যানেজার (ভ্যালু অ্যাডেড সার্ভিসেস) শফিক শামসুর রাজ্জাক, ম্যানেজার (ভিএএস ও এনবি) ফাতেমা নাশরাহ, সিনিয়র অ্যাসোসিয়েট (বিডি-অ্যাপস ও ডিজিটাল সার্ভিসেস) মাহমুদা ইসলাম, মিয়াকি এর হেড অব ম্যানেজড সার্ভিসেস মো. আলতামিশ নাবিল, সিনিয়র ম্যানেজার শাহেদ সাদ উল্লাহ এবং রিজিওনাল লিড সুজাউর রহমান।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড
অর্থ-বাণিজ্য: ছয় মাসে কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৯ শতাংশ
অর্থ-বাণিজ্য: তাৎক্ষণিক স্বয়ংক্রিয় নজরদারি আসছে আর্থিক লেনদেনে