image

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান ইস্পোর্টস এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসির তারুণ্যনির্ভর ব্র্যান্ড এয়ারটেল। এই অংশীদারিত্বের আওতায় এওয়ান ইস্পোর্টস বিভিন্ন টুর্নামেন্ট, লাইভ স্ট্রিম ও ডিজিটাল কনটেন্টে আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের প্রতিনিধিত্ব করবে। দেশে-বিদেশে যেখানেই দলটি খেলবে, সেখানে তারা এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।

এওয়ান ইস্পোর্টস পাবজি মোবাইলের একটি সফল দল। দলটি প্রথম বাংলাদেশি দল হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। তারা তিনবার পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। এ ছাড়া দলটি এয়ারটেল গেমিং এরিনার প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন।

এ বিষয়ে এওয়ান ইস্পোর্টসের দলনেতা মো. আবদুল জব্বার শাকিল বলেন, এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গেমিং ও ইস্পোর্টসকে উৎসাহ দিয়ে আসছে। এই সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি