শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে স্পেস ইঞ্জিনিয়ারিং শেখার ব্যতিক্রমী আয়োজন হিসেবে গত ২৪ জানুয়ারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে একটি দিনব্যাপী ক্যানস্যাট ওয়ার্কশপ। ক্যানস্যাট হলো সফট ড্রিংকের ক্যানের সমান আকারের একটি ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ, যা শিক্ষার্থীদের মহাকাশ প্রকৌশলের মৌলিক ধারণা বাস্তবভাবে বোঝানোর উদ্দেশ্যে তৈরি। এই ক্ষুদ্র উপগ্রহে সংযুক্ত সেন্সর ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তাপমাত্রা, বায়ুচাপ, উচ্চতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় এবং উৎক্ষেপণের সময় সেই তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়। ক্যানস্যাট শিক্ষার্থীদের উপগ্রহ নকশা, প্রোগ্রামিং এবং তথ্য বিশ্লেষণের বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
এই ওয়ার্কশপটি আয়োজন করে স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সহযোগীতায় ছিল ইউআইইউ মার্সরোভার টীম।
দিনব্যাপী এই হ্যান্ডস-অন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ক্যানস্যাটের স্ট্রাকচার ডিজাইন, সেন্সর ও ইলেকট্রনিক্স সংযোগ, মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং, লাইভ টেলিমেট্রি ডাটা সংগ্রহ, সিস্টেম টেস্টিং ও ট্রাবলশুটিং সম্পর্কে প্রশিক্ষণ লাভ করেন। ওয়ার্কশপটির অন্যতম আকর্ষণ ছিল ড্রপটেস্ট এর মাধ্যমে ক্যানস্যাট লঞ্চ এবং সফল রিকভারি, যারপর শিক্ষার্থীরা নিজস্ব ক্যানস্যাট থেকে সংগৃহীত বাস্তব বায়ুমন্ডলীয় ডাটা বিশ্লেষণ করার সুযোগ পায়।
ইউআইইউ মার্সরোভার টীম এর ডিরেক্টর এবং এসআইসি ক্যানস্যাট ক্রু এর মেন্টর মোঃ আবিদ হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্যানস্যাট ওয়ার্কশপের মাধ্যমে আমরা তাদের এমন একটি অভিজ্ঞতার ভেতর নিয়ে যেতে চেয়েছি, যেখানে তারা নিজের সিদ্ধান্ত নিজে নেবে, ভুল করবে, সেখান থেকে শিখবে এবং দলগতভাবে সমাধান বের করবে। আমরা বিশ^াস করি, এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকেই ভবিষ্যতে দেশের স্পেস, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আয়োজনটি সম্পর্কে স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, এই ওয়ার্কশপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো মিনি স্যাটেলাইটের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে মহাকাশ প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা। বড় ও জটিল স্যাটেলাইট নিয়ে কাজ করার আগে যে মৌলিক ধারণা ও দক্ষতা প্রয়োজন, তার শুরুটা হয় ছোট আকারের স্যাটেলাইট বা ক্যানস্যাটের মাধ্যমে। আমরা চাই শিক্ষার্থীরা যেন শুরু থেকেই এই ভিত্তিটা হাতে-কলমে শিখতে পারে।
আন্তর্জাতিক: ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি পুতিন, জানালেন ট্রাম্প