লজিস্টিকস ও ডেলিভারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যারিবি সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবো এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ক্যারিবি দেশব্যাপী লজিস্টিকস নেটওয়ার্ক ব্যবহার করে পিকাবো এর সব পার্সেল ডেলিভারির দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ক্যারিবি এর লজিস্টিকস সাপোর্ট সিস্টেমের সঙ্গে পিকাবো প্ল্যাটফর্মের সমন্বয়ের মাধ্যমে অর্ডার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।
ক্যারিবি জানিয়েছে, এই অংশীদারত্ব তাদের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। অন্যদিকে পিকাবো কর্তৃপক্ষ এটিকে তাদের দীর্ঘমেয়াদি লজিস্টিকস কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে।
অপরাধ ও দুর্নীতি: মব-গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ: প্রতিবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত