স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসন্ন ঈদের বাজারে নিয়ে আসছে দুইটি স্মার্টফোন এবং প্রো গেমিং কিট। আগামী ২৬ এপ্রিল অনলাইন ইভেন্টের মাধ্যমে বাজারে আসতে যাচ্ছে রিয়েলমি ৮। সাথে আসছে আপগ্রেডেডএন্ট্রি লেভেল সি সিরিজ থেকে রিয়েলমি সি২৫ এবং রিয়েলমি গেম প্রো কিট। লাইভ লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে ব্র্যান্ড নিউ মোবাইল জিতে নেয়ার সুযোগ নিতে ভিজিট করুন এই লিংকঃ https://rebrand.ly/realme_8_and_C25_Launch_Event।
রিয়েলমি ৮-এ আছে শক্তিশালী হেলিও জি৯৫ গেমিং প্রসেসর। সাথে থাকছে সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। এই হ্যান্ডসেটটি মূলত এইট সিরিজের একটি স্মার্টফোন। এই সিরিজের ৮প্রো ইতোমধ্যে এই মাসের শুরুতে বাজারে এসেছে। ৮প্রো ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা ্ ফটোগ্রাফি প্রেমীদের মন জয় করে নিয়েছে।
রিয়েলমি ৮ এর সাথে বাজারে আসতে যাচ্ছে সি সিরিজের রিয়েলমি সি২৫। এটি ৪৮ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরাসহ প্রথম সি সিরিজের স্মার্টফোন। এতে থাকছে মেগা ব্যাটারি, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ার, অ্যাপলক এবং হাইড এর মতো বিভিন্ন ফিচার।
এই ফোনগুলো ছাড়াও রিয়েলমি গেমারদের জন্য রিয়েলমি কুলিং ব্যাকক্লিপ এবং রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস নিয়ে আসছে। রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস বিশেষত এমন গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের হাত ঘেমে যায়। এই গেমিং কিটের সাহায্যে একজন গেমার মসৃণভাবে গেম নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ এই স্লীভসগুলো বৈদ্যুতিক পরিবাহিতা এবং উচ্চ সংবেদনশীলতা নিশ্চিত করে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২৪ এপ্রিল ২০২১
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসন্ন ঈদের বাজারে নিয়ে আসছে দুইটি স্মার্টফোন এবং প্রো গেমিং কিট। আগামী ২৬ এপ্রিল অনলাইন ইভেন্টের মাধ্যমে বাজারে আসতে যাচ্ছে রিয়েলমি ৮। সাথে আসছে আপগ্রেডেডএন্ট্রি লেভেল সি সিরিজ থেকে রিয়েলমি সি২৫ এবং রিয়েলমি গেম প্রো কিট। লাইভ লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে ব্র্যান্ড নিউ মোবাইল জিতে নেয়ার সুযোগ নিতে ভিজিট করুন এই লিংকঃ https://rebrand.ly/realme_8_and_C25_Launch_Event।
রিয়েলমি ৮-এ আছে শক্তিশালী হেলিও জি৯৫ গেমিং প্রসেসর। সাথে থাকছে সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। এই হ্যান্ডসেটটি মূলত এইট সিরিজের একটি স্মার্টফোন। এই সিরিজের ৮প্রো ইতোমধ্যে এই মাসের শুরুতে বাজারে এসেছে। ৮প্রো ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা ্ ফটোগ্রাফি প্রেমীদের মন জয় করে নিয়েছে।
রিয়েলমি ৮ এর সাথে বাজারে আসতে যাচ্ছে সি সিরিজের রিয়েলমি সি২৫। এটি ৪৮ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরাসহ প্রথম সি সিরিজের স্মার্টফোন। এতে থাকছে মেগা ব্যাটারি, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ার, অ্যাপলক এবং হাইড এর মতো বিভিন্ন ফিচার।
এই ফোনগুলো ছাড়াও রিয়েলমি গেমারদের জন্য রিয়েলমি কুলিং ব্যাকক্লিপ এবং রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস নিয়ে আসছে। রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস বিশেষত এমন গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের হাত ঘেমে যায়। এই গেমিং কিটের সাহায্যে একজন গেমার মসৃণভাবে গেম নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ এই স্লীভসগুলো বৈদ্যুতিক পরিবাহিতা এবং উচ্চ সংবেদনশীলতা নিশ্চিত করে।