নারীদের তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা ও সামাজিক অবস্থার উন্নয়নসহ কাজের ক্ষেত্রে বৈষম্যও দূর করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তি খাত নারীর জন্য সম্ভাবনাময় হলেও আমাদের দেশে এ খাতে নারীর অংশগ্রহণ অনেক কম। ফলে তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। এ জন্য স্কুল পর্যায়ে কাজ শুরুর পাশাপাশি নারীদের অনলাইন নিরাপত্তার বিষয়ে মনোযোগ দিতে হবে।
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে শনিবার এসব কথা বলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি ও বেসিস উইমেন্স ফোরামের আহ্বায়ক সামিরা জুবেরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসিস।
সমস্যা সমাধানে সরকারসহ বিভিন্ন ফোরামের সঙ্গে কাজ করবে বেসিস উইমেন্স ফোরাম। বেসিস উইমেন্স ফোরাম আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির কৌশল, তথ্যপ্রযুক্তি খাতে নারীদের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় তথ্যপ্রযুক্তি খাতে নারীদের সফলতার গল্পগুলো প্রচারের ওপর গুরুত্বারোপ করেন বক্তরা।
বেসিস উইমেন্স ফোরামের সদস্য রেজওয়ানা খান এবং আছিয়া খালেদার সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) আমেনা বেগম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজমুস সালিহিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ মেখলা সরকার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ