image

এক ফোনে ৫ আইডি ব্যবহারের সুযোগ দিলো ফেসবুক

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

একই সাথে পাঁচটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে তারা এই ফিচারটি ব্যবহার করে পাঁচটি অ্যাকাউন্টের কাজ সহজে সেরে নিতে পারবেন। এতে বারবার একটি অ্যাকাউন্ট থেকে বের হয়ে অন্যটিতে প্রবেশের প্রয়োজন হবে না।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ফেসবুক ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে লগইন সমস্যা তৈরি হয়। আর সে কারণেই নতুন এই ফিচার আনা হয়েছে। এখন থেকে যে কোনো ব্যবহারকারী তার বর্তমান প্রোফাইল ছাড়াও আরো চারটি প্রোফাইল লিঙ্ক করতে পারবেন।

একটি প্রোফাইলের সাথে অন্য প্রোফাইল লিঙ্ক করলেও প্রোফাইলের ভেতরে কোনো পরিবর্তন করা হবে না। ফেসবুক নিজে থেকেও এক্ষেত্রে কোনো পরিবর্তন করবে না। যাদের একাধিক প্রোফাইল লিঙ্ক করা থাকবে তাদের ক্ষেত্রে ডিসপ্লে নেমের জায়গায় নিজের আসল নাম নাও রাখতে পারেন।

সেক্ষেত্রে এমন নাম রাখত হবে যাতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়লেন্স না হয়। অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনেই ডিসপ্লে নেম রাখতে হবে। ধারণা করা হচ্ছে আগস্টেই এই ফিচার আনবে মেটা।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি