image

যুব প্রতিবন্ধীদের গ্লোবাল আইটি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে তিন জন বিজয়ী

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ই-লাইফ ম্যাপ ক্যাটাগরিতে বেষ্ট এওয়ার্ড (১ম স্থান) ও ই-টুল পিপিটি ক্যাটাগরিতে গুড এওয়ার্ড (৩য় স্থান) অর্জন করেন দৃষ্টি প্রতিবন্ধী মোঃ মিজানুর রহমান এবং ই-টুল এক্সেল ক্যাটাগরিতে গুড এওয়ার্ড (৩য় স্থান) অর্জন করেন দৃষ্টি প্রতিবন্ধী নিয়ামত উল্লাহ।

আন্তর্জাতিক প্রতিযোগিতা গ্লোবাল আইটি চ্যালেঞ্জ প্রোগ্রাম (জিআইটিসি) ২০২২ সম্প্রতি বিসিসি’র বিকেআইআইসিটি’র ল্যাবে অনলাইনে অনুষ্ঠিত হয়। আইসিটি বিভাগর তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে মোট ১২ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। জিআইটিসি এর মূল আয়োজক প্রতিষ্ঠান রিহেভিলিটেশন ইন্টারন্যাশনাল (আরআই) কোরিয়ার আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ১৭টি দেশের ৩২৭জন প্রতিযোগী ৪ টি ক্যাটাগরি (শারীরিক, দৃষ্টি, বাক ও শ্রবণ এবং এনডিডি) অনুসারে অংশগ্রহণ করেন।

আইসিটি বিভাগের নের্তৃত্বে ২০১৫ সাল থেকে বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। এর প্রস্তুতির জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় পর্যায়ে ন্যাশনাল আইটি কম্পিটিশন ফর ইয়ুথ উইথ ডিজেবিলিটিস (এনআইটিসি) আয়োজন করে থাকে। গত এপ্রিল মাসে এনআইটিসি ২০২২ সম্পন্ন হয়।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি