image

কলম্বিয়ায় ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ

রোববার, ২৭ নভেম্বর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও২০২২) । আগামী ০২-১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৬ বছর বয়সীদের মেধার এ লড়াইয়ে বিশ্বের ৫০টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছে।

এবারের বিশ্ব আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ছয়জন শিক্ষার্থী। তারা হলো, খুলনা জিলা স্কুলের এস. এম. আব্দুল ফাত্তাহ (১০ম শ্রেণি) ও কাজী নাদিদ হোসেন (১০ম শ্রেণি), কুমিল্লা জিলা স্কুলের সিরাজুস সালেকীন সামীন (১০ম শ্রেণি), উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মো: আজমাঈন আদিব (৯ম শ্রেণি), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাফিস নূর তাস্বীন (৯ম শ্রেণি) ও ইংলিশ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামের মারজুক রহমান (৮ম শ্রেণি)।

বাংলাদেশ দলের প্রধান দলপতি হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী।সহকারী দলনেতা হিসেবে আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক কাউন্সেলর ও ইউনিভার্সিটি অব ওয়াওমিং এর পিএইচডি গবেষক ইবরাহিম মুদ্দাসসের ও তাসনিম আরা। আগামী ৩০ নভেম্বর কলম্বিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের সদস্যদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গত ২৬ নভেম্বর, শনিবার বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি