ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

স্মার্ট ক্যাম্পাস নির্মাণে ঢাবি ছাত্রলীগের তথ্যপ্রযুক্তি কর্মশালা

image

স্মার্ট ক্যাম্পাস নির্মাণে ঢাবি ছাত্রলীগের তথ্যপ্রযুক্তি কর্মশালা

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষার্থীদের নিয়ে তথ্যপ্রযুক্তি কর্মশালা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালা শেষে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসকি হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কম্পিউটার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ জুন পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বেতবুনিয়ায় দেশের প্রথম স্যাটেলাইট আর্থ স্টেশন স্থাপন করেন। যার মাধ্যমে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে সেই যাত্রা মুখ থুবড়ে পড়েছিল।

"আজকের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও শান্তির ধারায় এগিয়ে চলছে দ্রুত গতিতে। আবার সেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে এই বাংলাদেশকে থমকে দেবার জন্য। এই বাংলাদেশকে তারা আবার পাকিস্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ক্যাম্পাসের মডেল হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “এটি একটি ইউনিক কর্মশালা। আমরা গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ একটি উন্নত, আধুনিক সমৃদ্ধ সৃজনশীল, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।”

তিনি বলেন, “আমরা বেস্ট স্মার্ট ক্যাম্পাসের জন্য এক কোটি টাকার ফান্ড চালু করছি। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা প্রতিযোগিতা হবে, তারা তাদের স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিভিন্ন প্রজেক্ট ও প্রেজেন্টেশন সাবমিট করবে। যাচাই-বাছাই করে যে বেস্ট ক্যাম্পাস হবে, তাদেরকে আমরা এক কোটি টাকা পুরস্কার দেব। আরও ৫০টি বাছাইকৃত ক্যাম্পাসকে ১০ লক্ষ করে টাকা ইনোভেশন ফান্ড দেব প্রজেক্ট বাস্তবায়নের জন্য।”

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও বক্তব্য দেন।

মূল প্রতিপাদ্যের উপর উপস্থাপনা করেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান সমন্বয়কারী তন্ময় আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

» ২০২৫ সালে প্রতিদিন ৫ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি

» বিকাশে কন্টাক্টলেস এনএফসি পেমেন্ট

» দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি

» টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা

» ডিজিটাল অধিকার বিষয়ক জনসংলাপ অনুষ্ঠিত

» বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার

» বৈদ্যুতিক যানের প্রসারে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও গ্লাফিট

» বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬

» আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়

» বাজারে লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড প্রো ৫আই

» মাস্টারকার্ড উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬ এর ঘোষণা

» বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস

» ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

» ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫

» নতুন ব্র্যান্ড পরিচয়ে বাংলালিংক

» পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ

» কৃষকদের আর্থিক ব্যবস্থাপনায় ব্র্যাক ও বিকাশের কর্মশালা

» আইটি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জরুরী: বেসিস প্রশাসক

» সিঙ্গাপুরে শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক ফাইনাল

» বাংলাদেশে অপোর প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু