বিশিষ্ট সাংবাদিক এইউ এম ফখরুদ্দিন আর নেই

রোববার, ২৫ অক্টোবর ২০২০
সংবাদ অনলাইন ডেস্ক

প্রবীণ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য,এইউ এম ফখরুদ্দিন আর নেই। শনিবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। করোনায় আক্রান্ত হয়ে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর সহধর্মিনী মমতাজ বিলকিস বানু জাতীয় প্রেস ক্লাবের সদস্য। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান। দীর্ঘ সাংবাদকিতা জীবনে বাংলাদেশ টাইমস, দি ইন্ডিপেনডেন্ট, দি টেলিগ্রাফ ও হলিডে সহ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

রবিবার সকাল এগারটায় ধানমন্ডির প্যারাডাইস পয়েন্ট এ (রোড ২৬,বাড়ি ৬০) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে এইউ এম ফখরুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‘মিডিয়া’ : আরও খবর

» সাবেক জাতীয় প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদকে ডিবির হেফাজতে

» রাজধানীতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অফিসের বিবৃতি প্রকাশ

» সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, দুইজন আহত

সম্প্রতি