image

একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে : এডিটরস গিল্ড

সোমবার, ১৫ জুলাই ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

এডিটরস গিল্ড বাংলাদেশ অভিযোগ করেছে, একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশ।

আজ সোমবার (১৫ জুলাই) এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু সই করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃততে বলা হয়েছে, এডিটরস গিল্ড গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল দেশে অস্থিরতার পরিবেশ সৃষ্টিতে তৎপর হয়েছে। রবিবার (১৪ জুলাই) গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারীদের ভেতর থেকে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শ্লোগান দেওয়া হয়, যা বেদনাদায়ক এবং একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর।

বিবৃততে আরও বলা হয়, সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার সবাই চায়। কিন্তু আমরা দেখছি, একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এডিটরস গিল্ড।

‘মিডিয়া’ : আরও খবর

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সম্প্রতি