image

যশোরে সাংবাদিকদের মানববন্ধন, যায় যায় দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি

যশোর অফিস

দৈনিক যায় যায় দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যশোরে কর্মরত সাংবাদিকরা। আজ রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এই দাবি জানান। একইসাথে যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন শেষে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, কোন ধরণের নোটিশ ছাড়াই বিশেষ মহলের ইন্ধনে সরকার একটি গণমাধ্যমকে বন্ধ করে দিতে পারে না। যা গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। শুধু তাই নয়, চলমান রমজান ও ঈদের ঠিক আগমুহূর্তে এ ধরণের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় সাত শতাধিক সংবাদকর্মীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই কোন গরিমসি না করে দ্রুত যায়যায়দিন’র ডিক্লারেশন ফিরেয়ে দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন, ওহাবুজ্জামান ঝণ্টু, সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন, জুয়েল মৃধা, বাংলাদেশ ফটো মনিরুজ্জামান মুনির, দেওয়ান মোর্শেদ আলম, শাহাবুদ্দিন আলম, মনিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

‘মিডিয়া’ : আরও খবর

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সম্প্রতি