সাংবাদিক স্বপন দত্তের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে আজ রোববার ঢাকার লালবাগ মহাশ্মশানে । শনিবার রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, কন্যা, জামাতাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের জন্য স্বপন দত্তের মরদেহ আজ রবিবার প্রথমে রাজধানীর গোপীবাগের ভোলাগিরি আশ্রম এবং তারপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে তাঁর দীর্ঘ দিনের সহকর্মী সাংবাদিকরা তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। পরে ঢাকার লালবাগ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
স্বপন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
স্বপন দত্ত ১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালের ১০ এপ্রিল দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন তিনি। এরপর দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেছেন। সাংবাদিকদের সংগঠন স্বজনের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন স্বপন দত্ত। ছিলেন ভোলাগিরি আশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য।
রোববার, ১৬ মার্চ ২০২৫
সাংবাদিক স্বপন দত্তের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে আজ রোববার ঢাকার লালবাগ মহাশ্মশানে । শনিবার রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, কন্যা, জামাতাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের জন্য স্বপন দত্তের মরদেহ আজ রবিবার প্রথমে রাজধানীর গোপীবাগের ভোলাগিরি আশ্রম এবং তারপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে তাঁর দীর্ঘ দিনের সহকর্মী সাংবাদিকরা তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। পরে ঢাকার লালবাগ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
স্বপন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
স্বপন দত্ত ১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালের ১০ এপ্রিল দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন তিনি। এরপর দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেছেন। সাংবাদিকদের সংগঠন স্বজনের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন স্বপন দত্ত। ছিলেন ভোলাগিরি আশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য।