শফিক রেহমানকে দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’দেয়া হলো

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ (প্রকাশনার অনুমতি) দেয়া হয়েছে। তিনি এ পত্রিকার সাবেক সম্পাদক । আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন শফিক রেহমানের নামে যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ ইস্যু কার হয়েছে বলে জানা গেছে।

১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইন অনুযায়ী আজ শফিক রেহমানকে এই ডিক্লারেশন দেওয়া হয়।

কয়েক দিন আগে প্রকাশনার নিয়ম লঙ্ঘনের কারণে দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল করেছিল ঢাকা জেলা প্রশাসন। শফিক রেহমানের করা আবেদনে প্রকাশনার নিয়ম লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল। এর ভিত্তিতেই তখন ‘ডিক্লারেশন’ বাতিল করা হয়েছিল।

‘মিডিয়া’ : আরও খবর

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সম্প্রতি